বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জামালউদ্দিনের প্রাসাদোপম বাড়িতে ৫০ সিসি ক্যামেরা, সুইমিং পুলে কচ্ছপ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাইরে থেকে দেখলে মনে হবে, বিলাসবহুল কোনও রিসর্ট বা চারতারা-পাঁচতারা হোটেল। আদতে যা সোনারপুরের জামালউদ্দিন সর্দারের প্রাসাদোপম বাড়ি। চারদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মূল গেট থেকে মার্বেল ও টাইলস দিয়ে সুসজ্জিত পথ চলে গিয়েছে সেই প্রাসাদ পর্যন্ত। দু’ধারে সৌন্দর্যবর্ধক ছোট ছোট গাছ, বাহারি আলো। তিনতলা বাড়িটির রং হলুদ-নীল। ভিতরে মূল ভবনের পাশেই রয়েছে দামি মার্বেলে মোড়া ‘বিচার ঘর’। ভিতর-বাইর মিলিয়ে ৫০টি সিসিটিভি ক্যামেরায় ‘নিরাপত্তা’ সুনিশ্চিত করার পাকাপাকি ব্যবস্থা। লোহার রেলিং দিয়ে ঘেরা ‘সুইমিং পুলে’ খেলছে কচ্ছপ। তবে এই কচ্ছপ নিয়ে এবার পৃথক অভিযোগ করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ। কারণ, বাড়িতে এভাবে কচ্ছপ পোষা বন্যপ্রাণ সংরক্ষণ আইনে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। ডিএফও মিলন মণ্ডল ইতিমধ্যে কচ্ছপটি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন রেঞ্জ অফিসারকে।
এই বিপুল বিলাসব্যাসনের অর্থের উৎস কী, তা নিয়ে যথারীতি শোরগোল পড়েছে। হাবভাব ও বিলাস-বৈভবে সন্দেশখালির শাহজাহান শেখ বা চোপড়ার জেসিবির সঙ্গে এই জামালের অনেক সাদৃশ্য রয়েছে বলেও দাবি স্থানীয়দের। তবে জামালের শখের এখানেই শেষ নয়! সে একটি ঘোড়াও কিনেছে। নাম রেখেছে সুরজ। মাসে ১০ হাজার টাকা বেতন দিয়ে সহিসও রাখা হয়েছে। শাহজাহান মল্লিক নামে সেই যুবক বলেন, ‘রোজ সকালে ঘোড়াটাকে মাঠে বেঁধে রাখার কাজ আমার। সন্ধ্যা হলে ঘরে নিয়ে যেতে হয়।’ এছাড়া, জামালের প্রাসাদে ফাই-ফরমাশ খাটতে সাতজন লোক রয়েছে। এই স্বঘোষিত তৃণমূল কর্মীর একাধিক বিয়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর এক ছেলে এবং মেয়ে রয়েছে। আগে প্রতাপনগরের নস্করপাড়ায় থাকলেও বছর দশেক আগে সে এই উত্তর সাঙ্গুতে বাড়ি করে। পুলিস জেনেছে, জামালরা চার ভাই। তাঁরা ছাড়াও জামালের পরিবারে আর কে কে আছেন, খোঁজ চালাচ্ছে পুলিস। এলাকার অনেক মানুষই এখন মুখ খুলছেন। এক সময় মুহুরির কাজ এবং বর্তমানে জমির দালালি করে কীভাবে এই ‘জমিদারি’ চালানো যায়, সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। 
মার্বেলমোড়া ‘বিচার ঘর’ দেখিয়ে গ্রামবাসীরা বলেন, ‘ওটাই জামালের আদালত। এখানেই বসত সালিশি সভা। গ্রামের ছোটখাটো গোলমাল বা অশান্তির মীমাংসা করে দিত সে।’ এদিকে, সোনারপুরের আরও এক মহিলা জামালের বিরুদ্ধে সালিশির নামে নৃশংসতার অভিযোগ তুলে বলেন, ‘পারিবারিক ঝামেলার জন্য আমার স্বামীকে চেন দিয়ে উল্টো করে ঝুলিয়ে সারারাত মারধর করা হয়। ওকে ছেড়ে দেওয়ার জন্য জামালের হাতে পায়ে ধরেছিলাম। কথা তো শোনেনি, উল্টে আমাকেও মারধর করা হয়েছিল।’ পলাতক জামালের বাড়ি ঘেঁসে চলে গিয়েছে একটি গলি। সেখানে বেশ কিছু পরিবারের বসবাস। সেই রাস্তাটিও জামাল প্রভাব খাটিয়ে সারাইয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।  
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা