বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ঘর ফাঁকা থাকলে বন্ধ করতেই হবে আলো-পাখা-এসি, শুরু নজরদারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুৎ অপচয় করবেন না— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে রাজ্যের একাধিক দপ্তর। কীভাবে বিদ্যুতের খরচ কম করা যায় তা নিয়ে দপ্তরগুলির পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সূত্রেই সদর্থক উদ্যোগ নিল রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে উপভোক্তা বিষয়ক দপ্তরের বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ের দু’তলায় রয়েছে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর। যেখানে দপ্তরের বিভিন্ন জায়গায় নোটিস দিয়ে জানানো হয়েছে, ‘টার্ন অফ! অল ইলেকট্রিসিটি অ্যাপলায়েন্স হোয়েন লিভিং।’ অর্থাৎ ঘরে যখন কেউ থাকবেন না, তখন কোনও আলো-পাখা চলবে না। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কড়া নির্দেশিকা দিয়ে বলে দেওয়া হয়েছে, করিডরে অতিরিক্ত আলো জ্বলবে না। যেটুকু আলোর প্রয়োজন, শুধুমাত্র সেটুকুই ব্যবহার করতে হবে। এছাড়াও আধিকারিকরা যখন ঘরে থাকবেন না তখন কোনও অবস্থায় লাইট, ফ্যান চলবে না। আবার আধিকারিক নেই বলে, এসি চালিয়ে কোনও কর্মী আরাম করবেন, সেটাও হবে না। আধিকারিকরা না থাকলে এসি সম্পূর্ণ বন্ধ থাকবে। তাঁরা যখন দপ্তরের কাজ শেষ করে বের হবেন, তখন লাইট, ফ্যান, এসি বন্ধ করে যেতে হবে। দপ্তর সূত্রে খবর, বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন বিষয়টি দেখছেন। তিনি গ্রুপ-ডি বিভাগের দু’জন আধিকারিককে নিয়ে দিনে দু’বার পর্যবেক্ষণ করছেন। দিনের বেলা দপ্তরের কাজকর্ম শুরুর পর কোথাও লাইট, ফ্যান চলছে কি না, সেটাও দেখা হচ্ছে। এছাড়াও দিনের কাজকর্ম শেষ করে যাওয়ার আগে দপ্তরজুড়ে আরও একবার নজরদারি হচ্ছে। তাতে দেখে নেওয়া হচ্ছে, কোথাও লাইট, ফ্যান চলছে কি না। দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমরা সব সময় আমাদের নিজেদের বাড়িতে অযথা লাইট, ফ্যান চালিয়ে বিদ্যুতের বিল বৃদ্ধি করি না। সেই কাজটা নিজেদের কর্মস্থলেও করা উচিত। দপ্তরে তেমনই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, বাইপাসের ধারে অরণ্য ভবনেও বিদ্যুৎ অপচয় করা যাবে না বলে মন্ত্রী বীরবাহা হাঁসদা কড়া নির্দেশ দিয়েছেন। লিফটের অংশে কিংবা করিডরে দিনের বেলায় বাইরে থেকে পর্যাপ্ত আলো আসে। ফলে সে সময় সেখানে লাইট জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। এছাড়াও ভিজিটর্স রুম কিংবা কাজ চলছে না এমন ঘরগুলিতে লাইট, ফ্যান চালিয়ে বিদ্যুৎ কোনওভাবে অপচয় করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা