কলকাতা

গারুলিয়ায় কিশোরের রহস্য মৃত্যু, গ্রেপ্তার বাবা, সৎ মা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার সকালে গারুলিয়ায় আয়ুষ সাউ নামে ১৩ বছরের এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সোমবার কিশোরের বাবা জিতেন্দ্র সাউ এবং সৎ মা রিঙ্কু সাউকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিস। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
রবিবার সকালে এক বন্ধু খেলার জন্য আয়ুষকে ডাকতে এলে ঝুলন্ত দেহ প্রথম নজরে আসে তার। এ খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা আয়ুষের বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব হন। বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, ওই কিশোরকে বাবা-মা ঠিকমতো খেতে দিত না। শরীর খারাপ হলে চিকিৎসকের কাছেও নিয়ে যেত না। প্রায়ই তাকে মারধর করত। আয়ুষের মৃত্যু সাধারণ ঘটনা নয়। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটি বাচ্চা ছেলে কীভাবে উঠে ছাদের সিলিংয়ে রডের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করতে পারে, সেই প্রশ্নও উঠেছে। এমনকী আয়ুষের মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান স্থানীয়রা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়ুষের বাবা ও সৎ মাকে গ্রেপ্তারের দাবি তোলেন তাঁরা। বারাকপুরের ডেপুটি পুলিস কমিশনার (উত্তর ও মধ্য) গণেশ বিশ্বাস বলেন, ‘খুনের অভিযোগের প্রেক্ষিতে নিহত কিশোরের বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত তথ্য জান যাবে।’
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য ও উন্নতির যোগ। আর্থিক উন্নতি হবে। দৈবকর্মে সক্রিয়তা বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা