বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

হাওড়া-বালিগঞ্জ: আজ থেকে চালু লেডিস স্পেশাল সরকারি বাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারী ক্ষমতায়নে বাংলায় একাধিক প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প দেশের মধ্যে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার গণপরিবহণে মহিলাদের রোজকার ভোগান্তি লাঘব করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। অফিসটাইমের ব্যস্ত সময়ে শুধুমাত্র মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা চালু হচ্ছে কলকাতায়। হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত মিলবে এই বিশেষ পরিষেবা। শুধুমাত্র মহিলা যাত্রীরাই বাসে উঠতে পারবেন। পুরুষ চালক বাসটি চালালেও কন্ডাকটরের দায়িত্ব পালন করবেন মহিলা কর্মী। আজ, মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ‘লেডিস স্পেশাল’ সরকারি বাস পরিষেবা চালু হবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে মহিলা যাত্রীদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় হাওড়া স্টেশন থেকে নন-এসি এই বাস ছাড়বে। বাসটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছবে। এরপর বিকেল সাড়ে ৪টের সময় বালিগঞ্জ থেকে যাত্রী তুলে বাসটি হাওড়া স্টেশনে আসবে।’ মন্ত্রীর দাবি, অফিসটাইমে বাসগুলিতে প্রচণ্ড ভিড় হয়। পুরুষ সহযাত্রীদের সঙ্গে ঠেলাঠেলি করে, কোনও কোনও ক্ষেত্রে রীতিমতো লড়াই করে গন্তব্যে পৌঁছতে হয় মহিলাদের। তাই এই বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণমন্ত্রী আরও বলেন, ‘পর্যাপ্ত যাত্রী হলে এবং বাসের চাহিদা বাড়লে এই ধরনের বাসের সংখ্যা আগামী দিনে বাড়ানো হবে।’ তবে পরিবহণ দপ্তরের কর্তাদের বক্তব্য, ২০১১ সালে রাজ্য সরকারে পালাবদলের পর এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু যাত্রীদের উৎসাহ না থাকায় কয়েকদিনের মধ্যেই তা বন্ধ করে দিতে হয়। এবার কী হয়, সেটাই এখন দেখার।
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা