কলকাতা

টাকা নিয়ে হকার বসাচ্ছে পুলিসই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকা নিয়ে হকার বসাচ্ছে পুলিস। সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের পুরসভাগুলির কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকের ‘লাইভ সম্প্রচারে’ এই অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথাকে সমর্থন জানাচ্ছে হকার সংগঠনগুলিও। শহরে যত্রতত্র ফুটপাত কিংবা কোথাও কোথাও রাস্তা দখল করে হকারি নিয়ে যে মুখ্যমন্ত্রী বেশ ক্ষুব্ধ, তা এদিন তাঁর কথাতেই প্রমাণিত। কলকাতায় গত বছর দুয়েক হল, টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে। কিন্তু, শহরে হকার পুনর্বাসন নিয়ে সেই অর্থে চোখে পড়ার মতো কোনও পদক্ষেপ হয়নি। উল্টে যতদিন যাচ্ছে, শহরের নানা জায়গায় ফুটপাত দখল হচ্ছে। নতুন নতুন হকার বসছে বলে অভিযোগ। এতদিন যে অভিযোগ শোনা যেত শুধু পথচারী বা আমজনতার গলায়, সেটাই এদিন শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর বয়ানে। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কলকাতা পুরসভা ও লালবাজার। এদিন নবান্নের বৈঠকের পরে নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। সন্ধ্যায় হাতিবাগানে পুলিসি অভিযানের ছবি সামনে এসেছে।
পুরসভার তথ্য বলছে, শহরে ২০১৫ সালে একটি হকার সমীক্ষা হয়েছিল। তখন শহরের হকারদের আবেদন জমা নেওয়া হয়। সেই সময়ের আবেদন জমা করার নিরিখে প্রশাসনের হাতে থাকা শহরের হকার সংখ্যা ৫৯ হাজার। গত বছর দুয়েক আগে শহরে তৈরি হয় টাউন ভেন্ডিং কমিটি। তখন সেই কমিটি শহরে পুরনো ৫৯ হাজারের হকারের তালিকা নিয়ে ফের সার্ভে করতে নামে। সেখানে তাক লাগানোর মতো তথ্য উঠে আসে। গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেট মিলিয়ে পুরনো তালিকার মধ্যে থাকা মাত্র ১৬ জন হকারকে খুঁজে পাওয়া গিয়েছিল। তাঁদের দেওয়া হয় ভেন্ডিং সার্টিফিকেট বা হকার শংসাপত্র। কিন্তু, সেটাই ছিল শুরু। এবং আপাতত সেটাই শেষ! কারণ, পুরসভার দেওয়া তথ্য বলছে, গত এক বছরে ওই ক’জনকে  ছাড়া আর কাউকে ভেন্ডিং সার্টিফিকেট বিলি করা হয়নি। আবেদন জমা পড়েছে ঠিকই। কিন্তু, নানা জটিলতায় সেটা দেওয়া যায়নি। গড়িয়াহাটে হকার স্টলগুলিকে নয়া রূপ দেওয়া হয়েছে। কিন্তু, নিউ মার্কেট বা হাতিবাগানের অবস্থা তথৈবচ। উল্টে দখলদারি বেড়েছে হাতিবাগান বা নিউ মার্কেটে। এসব নিয়েই এদিন পুলিস ও পুরসভাকে কড়া ভাষায় ভৎর্সনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাটের অবস্থা দেখেছ! চোখে দেখা যায় না। নতুন করে কোনও হকার যাতে না বসে, সেটা নিশ্চিত করতে হবে। সব জায়গায় যেখানে সেখানে হকার বসিয়ে পুলিস টাকা তুলছে। বাকিরাও টাকা খাচ্ছে। ফুটপাত দখল হয়ে যাচ্ছে। কারও নজর নেই।
পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন জানিয়ে হকার নেতা অসিত সাহা বলেন, তিনি যা বলেছেন, আমরা সমর্থন জানাচ্ছি। পুলিস যে পরিমাণ টাকা বছরে হকারদের থেকে তোলে, তা অকল্পনীয়। টাকা নিয়ে হকার বসিয়ে দিচ্ছে। আমরা আরও সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাব।
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য ও উন্নতির যোগ। আর্থিক উন্নতি হবে। দৈবকর্মে সক্রিয়তা বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা