বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সরকারি দীর্ঘসূত্রিতায় জমি হস্তান্তরে দেরি, বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ আটকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি দীর্ঘসূত্রিতায় আটকে রয়েছে জমি হস্তান্তর। আর তার জেরে এক বছরেরও বেশি সময় ধরে থমকে রয়েছে পানীয় জল সরবরাহের জন্য প্রয়োজনীয় জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ। পানীয় জলের সঙ্কটে ভুগছেন বাইপাস সংলগ্ন কালিকাপুর, মণ্ডলপাড়া, প্রিন্স পার্ক, হসপিটাল রোড সহ বিস্তীর্ণ এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা। এলাকাবাসীর দাবি, এসব অঞ্চলে বহু ক্ষেত্রে গভীর নলকূপের মাধ্যমে পানীয় জল সরবরাহ হয়। কিন্তু সেই জলে আয়রনের পরিমাণ অনেক। তাই পান করা যায় না। পুরসভা সূত্রে খবর, এই সমস্যা মেটাতে কালিকাপুরের মাতঙ্গিনী হাসপাতালের পরিত্যক্ত জমিতে জলাধার ও পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জমিটি রাজ্য স্বাস্থ্যদপ্তরের আওতাভুক্ত হওয়ায় এক্ষেত্রে তাদের অনুমতি প্রয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে সেই অনুমতি মিলছে না বলেই অভিযোগ।
সংশ্লিষ্ট ১০৬ নম্বর স্থানীয় কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর বলেন, ‘গত বছর পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি তোলার পর কর্তৃপক্ষ পদক্ষেপ করে। জমি হস্তান্তরের কাগজপত্র ইতিমধ্যেই পুরসভা স্বাস্থ্যভবনে পাঠিয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, সেগুলি বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের কাছে রয়েছে। তাঁর অনুমোদন পেলে স্বাস্থ্যদপ্তর জমিটি পুরসভাকে হস্তান্তরের এনওসি দেবে।’ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, জমি হস্তান্তর সংক্রান্ত সমস্যা যাতে দ্রুত মিটে যায়, তার জন্য তিনি নিজে উদ্যোগী হবেন। প্রসঙ্গত, বাইপাস সংলগ্ন ১০৬ নম্বর ওয়ার্ডের মহেন্দ্র মণ্ডল রোড, ইস্টার্ন পার্ক, গীতাঞ্জলি পার্ক, পি এম সরণি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। স্থানীয় বাসিন্দা অশোক ঘোষের কথায়, ‘জল পাওয়া যায় না, সেটা বলব না। তবে তা পর্যাপ্ত নয়। গরমের সময় খুব ভুগতে হয়েছে। তাছাড়া, এলাকায় পরিস্রুত পানীয় জল অনেক জায়গায় মেলে না। বেশিরভাগটাই গভীর নলকূপের জল।’ এই অবস্থায় তাঁরা চাইছেন, যত দ্রুত সম্ভব জমি হস্তান্তর প্রক্রিয়া মিটে গিয়ে চালু হোক পুরসভার বুস্টার পাম্পিং স্টেশন। তাহলে এতদিনের ভোগান্তির একটা স্থায়ী সমাধান হবে। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা