বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বড়মার বন্ধ ঘরের বাইরে থেকে প্রণাম, মনোনয়ন পেশ বাগদার তৃণমূল প্রার্থীর

সংবাদদাতা, বনগাঁ: বুধবার মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এদিন সকালে ঠাকুরনগরের বাড়ি থেকে বেরনোর আগে প্রয়াত ঠাকুমা বীণাপাণি দেবীকে শ্রদ্ধা জানান তিনি। ঠাকুমার ঘর তালা বন্ধ থাকায় বাইরে থেকেই প্রণাম করেন। এরপর বনগাঁ মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। বড়মা বীণাপাণি দেবীর পাশের ঘরে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়ে মধুপর্ণা থাকতেন। চলতি বছর বারুণী মেলা চলাকালীন ওই ঘরের দখল নেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। অভিযোগ, দলবল নিয়ে তিনি বড়মার ঘরের তালা ভেঙে দখল কায়েম করেন। বার করে দেওয়া হয় মমতাবালা ঠাকুর ও তাঁর মেয়েকে। এদিন মমতাবালা ঠাকুর বলেন, ‘চোখে জল নিয়ে বাইরে থেকে শাশুড়িকে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে গিয়েছিলাম। আজ মেয়ে একইভাবে ঠাকুমাকে প্রণাম করে মনোনয়ন দিতে এসেছে। ওঁর পা ছুঁতে পারলাম না, এটা আমাদের কাছে খুবই বেদনার।’
এদিন প্রথমে বনগাঁয় দলীয় কার্যালয়ে যান তৃণমূল প্রার্থী। তারপর মিছিল করে মহকুমা শাসকের অফিসে আসেন। প্রার্থীর সঙ্গে তাঁর মা ছাড়াও ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, বাগদার দুই ব্লক সভাপতি পরিতোষ সাহা ও অঘোর হালদার সহ অন্যান্যরা। মনোনয়ন জমা দিয়ে মধুপর্ণা বলেন, ‘বাগদা কেন্দ্রে আমাদের জয় নিশ্চিত। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দেবেন।’ নারায়ণ গোস্বামী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মধুপর্ণাকে প্রার্থী করেছেন। আমরা প্রার্থীকে সামনে রেখে মানুষের বাড়ি বাড়ি যাব। আমরা আশাবাদী, বাগদার মানুষ এবার মধুপর্ণাকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন।’
বাগদা উপ নির্বাচন ঘোষণা হওয়ার পর মতুয়াদের মধ্যে থেকে কাউকে তৃণমূল প্রার্থী চেয়ে বাগদায় সভা হয়। তাঁদের দাবিই মেনে নেন তৃণমূল সুপ্রিমো। ঠাকুরবাড়ির সদস্যাকেই প্রার্থী করেন। তবে এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় মতুয়াদের ভিড় সেভাবে দেখা যায়নি। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, মতুয়ারা তাঁদের সঙ্গেই আছেন।
8Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা