কলকাতা

স্বাস্থ্যকেন্দ্রের কাছেই থাকবেন দুর্গম এলাকার শতাধিক প্রসূতি, সুন্দরবন অঞ্চলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
 

সৌম্যজিৎ সাহা, কাকদ্বীপ: রেমাল ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। রবিবার দুর্যোগ নেমে আসার আগে তাই প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনার দুই স্বাস্থ্য জেলা। রেমালের প্রভাব কতদিন থাকবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে প্রশাসনের। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুন্দরবনের শতাধিক প্রসূতিকে বিভিন্ন দুর্গম দ্বীপাঞ্চল থেকে তুলে সংশ্লিষ্ট ব্লকের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানান, আগামী কয়েক দিনের মধ্যে যাঁদের প্রসব হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের প্রত্যেককে ব্লকের কাছাকাছি হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে এনে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কেমন পড়বে তা এখনও নিশ্চিত নয়। ঝড়ের সময় বা তার পরে হবু মায়েদের হাসপাতালে নিয়ে আসতে সমস্যা হতে পারে। তাই আগাম এঁদের নিকটবর্তী জায়গায় এনে রাখা হয়েছে। এছাড়াও জেলা স্বাস্থ্যবিভাগের তরফ থেকে বিভিন্ন অঞ্চলে ড্রাগ হাব করা হচ্ছে। ঝড়ের পর প্রান্তিক এলাকাগুলিতে সহজে পৌঁছনো কঠিন। তাই সেখানে স্বাস্থ্যকর্মীদের বাড়িতে আপৎকালীন পরিস্থিতিতে যে ওষুধের প্রয়োজন তা মজুত করা হচ্ছে। জ্বর, ডাইরিয়া, বমি, ওআরএস ইত্যাদি ওষুধ রাখা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের উপর ভিত্তি করে স্বাস্থ্যবিভাগের কর্তারা নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, সাগর, পাথরপ্রতিমার জি প্লট, নামখানার মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা ইত্যাদি জায়গা থেকে প্রসূতিদের নিয়ে আসা হয়েছে। ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলার মুখ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই-চারদিনের মধ্যে যাঁদের প্রসব হবে না তাঁদের আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’ দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলার পক্ষ থেকেও গোসাবা ও কুলতলি এলাকার প্রসূতিদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করেছে প্রশাসন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, আটজনকে ইতিমধ্যেই গোসাবা থেকে এনে ব্লকের কাছাকাছি একটি হাসপাতালের ওয়েটিং রুমে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্লকে ডাক্তারদের নিয়ে বিশেষ দল তৈরি। যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে তাঁদের পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে স্বাস্থ্যবিভাগ। ব্লক স্বাস্থ্য আধিকারিকদেরও গোটা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা