কলকাতা

কেন্দ্র ডায়মন্ডহারবার: দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে তো বিজেপি? চর্চায় মশগুল আম জনতা

সংবাদদাতা, বজবজ: ২০১৯ সালে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বামেদের সরিয়ে দ্বিতীয় স্থান দখল করেছিল বিজেপি। এবারও এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বামেরা এবার প্রার্থীবদল করে দলের ছাত্রনেতা প্রতীকউর রহমানকে প্রার্থী করেছে। আর বিজেপি পুনরায় প্রার্থী করেছে তাদের ২০১৪ সালের প্রার্থী অভিজিৎ দাসকেই। এই অবস্থায় ডায়মন্ডহারবারজুড়ে জোর চর্চা, এবার দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে তো বিজেপি? পাড়ার মোড়ের জটলা থেকে সকালের চায়ের আড্ডায় ঘুরেঘিরে আসছে এই প্রসঙ্গ। 
বিজেপির ভোটপ্রাপ্তি নিয়ে এই প্রশ্ন ওঠার পিছনে অবশ্য একাধিক কারণ রয়েছে। এই কেন্দ্রে বিজেপি এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। তারপর বেশ কিছুদিন দেরি করার পর অবশেষে যাঁকে এখানে প্রার্থী করেছে পদ্মফুল শিবির, তাঁকে নিয়ে দলের অন্দরেই যথেষ্ট ক্ষোভ-বিক্ষোভ রয়েছে বলে খবর। ফলতার দিঘিরপাড়ের বাসিন্দা সহদেব সামন্ত, ফতেপুরের শর্মিষ্ঠা দে, সাতগাছিয়ার দেবেন্দ্র মণ্ডল, বজবজের সুভাষ দাস বা মহেশতলার বিকাশ মাইতিরা বলছেন, এখানে বিজেপির অন্যতম সমস্যা হল প্রার্থী নিয়ে কোন্দল। ২০১৪ সালে বিজেপি প্রার্থী অভিজিৎবাবু পেয়েছিলেন ২ লক্ষ ৮৮৫ ভোট। তিনি তৃতীয় স্থানে ছিলেন। সেই জায়গায় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫ লক্ষ  ৮ হাজার ৪৮১ ভোট পেয়ে প্রথম এবং সিপিএম প্রার্থী ডাঃ আবুল হাসনাত ৪ লক্ষ ৩৭ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় হন। সেই অভিজিৎবাবুকেই ফের প্রার্থী করায় প্রথম থেকেই স্থানীয় বিজেপির মধ্যে অসন্তোষ তৈরি হয়। এমনকী, দলের বিক্ষুদ্ধ অংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রার্থী বদলের দাবি করে। যদিও নেতৃত্ব তা কানে তোলেনি। সহদেববাবু বলেন, ‘এসব কারণে সর্বত্র পুরনো বিজেপি  কর্মীরা বেশিরভাগই বসে গিয়েছেন। তাই এবার বিজেপির ভোট কমে যাওয়ার যথেষ্ট কারণ আছে। বরং সিপিএম এবার অনেকটাই ভোট বাড়াতে পারে।’ 
কয়েকজন বললেন, বিজেপি পাঁচটি বিধানসভার অনেক জায়গায় এখনও বুথে বসানোর এজেন্ট খুঁজে পায়নি। ফলে ভোট বাড়ার কোনও জায়গা নেই। এই দাবির সঙ্গে একেবারেই সহমত নন বিজেপির ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের আহ্বায়ক দেবাংশু পন্ডা ও সাধারণ সম্পাদক দীপক হালদার। তাঁদের দাবি, দল একজোট হয়ে নেমেছে। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ভোট প্রচারে আসছেন পরপর। ফলে বিজেপি এক নম্বরে পৌঁছে যাবে। তবে ভোটের দিন সন্ত্রাস হলে পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা