কলকাতা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ২

সংবাদদাতা, উলুবেড়িয়া: জমি নিয়ে বিবাদের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অভিরামপুরে। ওই গৃহবধূ বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ওই পরিবার পাঁচজনের বিরুদ্ধে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে পুলিস রাকেশ পাখিরা ও সুফল পাখিরা নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তরা পলাতক। ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, একটি জমি নিয়ে কিছুদিন ধরেই ওই গৃহবধূর পরিবারের সঙ্গে কয়েকজন স্থানীয় বাসিন্দার ঝামেলা চলছিল। ওই পরিবার সূত্রে খবর, গত ১৪ মে বেলা ১১টা নাগাদ এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। আক্রান্ত গৃহবধূর পরিবার সেদিনই রাজাপুর থানায় অভিযোগ জানায়। পরের দিন রাত ৯টা নাগাদ এলাকার কয়েকজন যুবক ফের এসে ওই বাড়িতে এসে অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর চড়াও হয়। তাঁকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই সময় ওই গৃহবধূর জা তাঁকে বাঁচাতে এলে তাঁকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়। 
এই ঘটনার পর ওই অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পাঁচজনের নামে রাজাপুর থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে পুলিস দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, এই ঘটনার তদন্ত চলছে। দু’জন গ্রেপ্তার হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা