কলকাতা

লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় মোদির, বন্ধ করতে এলে বিজেপির বিষদাঁত ভেঙে দেব: মমতা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও সংবাদদাতা, কাকদ্বীপ: শহর থেকে গ্রাম—বাংলার মহিলাদের কাছে এখন লক্ষ্মীর ভাণ্ডার ‘আবেগ’। ‘আত্মসম্মান’। ক্ষমতায় ফিরলে মহিলাদের সেই আবেগ ও সম্মানকে কচুকাটা করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি প্রকাশ্য মঞ্চ থেকে ইতিমধ্যেই দিয়েছে বিজেপি। আর তাই বাংলার মহিলাদের সেই অধিকার রক্ষায় বিজেপির বিরুদ্ধে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে ক্যানিংয়ের নির্বাচনী সভায় তাঁর হুঙ্কার, ‘লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পেয়েছেন মোদি। সেটা বন্ধ করার চক্রান্ত চলছে। বন্ধ করতে এলে শিলনোড়া দিয়ে বিজেপির বিষদাঁত ভেঙে দেব।’ সভায় বড়সড় মহিলা জমায়েতকেও একই নিদান দেন তিনি। নেত্রীর সংযোজন, যতদিন বেঁচে আছি, এই প্রকল্প চলবে। করতালি দিয়ে ‘বাংলার দিদি’র এই ঘোষণাকে স্বাগত জানান মহিলারা। 
লক্ষ্মীর ভাণ্ডারকে প্রচারের অন্যতম হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের দাবি, যেভাবে গোটা বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা বলে মহিলাদের আবেগকে আঘাত করেছে গেরুয়া পার্টি। আর সেটাকেই এখন ব্রক্ষ্মাস্ত্র হিসেবে ব্যবহার করছেন তৃণমূল সুপ্রিমো। এদিন ছিল বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তাঁর লেখা কবিতা ও গানের লাইন তুলে বিজেপিকে কখনও কটাক্ষ, কখনও আবার তীব্র আক্রমণ করেছেন ‘অগ্নিকন্যা’। দেশকে জেলখানায় পরিণত করার অভিযোগ তুলে মমতা বলেন, ‘দেশবাসীকে শিকল দিয়ে বেঁধে রেখেছে বিজেপি। এই শিকলের বাঁধন ভেঙে ফেলতে হবে। টাকা ছড়াচ্ছে ওরা। ভোট কেনার চেষ্টা করছে। দাসপুরে এদিন পুলিস এক নেতার থেকে অনেক টাকা পেয়েছে। এই কৌশল ভেস্তে দিন।’ পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় নিয়ে ফের সরব হয়েছেন নেত্রী। রায় মানবেন না বলে দৃপ্ত কণ্ঠে ঘোষণার সঙ্গেই নেত্রীর আশ্বাস—মানুষকে বিচার দেওয়ার দায়িত্ব আমার। 
বিজেপিকে গদিচ্যুত করার শপথ ফের নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘৩৪ বছরের সিপিএমকে আমরা সরিয়েছি। ভোট ভাগ করবেন না। বিজেপিকে আমরাই সরাব। সকলকে সঙ্গে নিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোট তৈরির দায়িত্ব আমাদের।’
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা