কলকাতা

ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া

সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন মিটতেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর এবং শ্যামপুর বিধানসভা এলাকা। এতে তিনটি রাজনৈতিক দলের ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার প্রথম ঘটনাটি ঘটে উলুবেড়িয়া পুরসভার ১৬ নং ওয়ার্ডের দুয়ারিপাড়ায়। এদিন ভোর ৩টে নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কর্মী তন্ময় পুরকাইতের বাড়ির দরজা লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। বোমায় বাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে এসে তদন্তে নামে। তন্ময় পুরকাইত এই ঘটনায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রণব সামুইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তন্ময় জানান, আমি আগে বিজেপি করলেও মাসখানেক আগে তৃণমূলে যোগ দিয়েছি। আর প্রণব আগে তৃণমূল করলেও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছে। সেই কারণেই আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।
এছাড়া শ্যামপুর বিধানসভার আমড়দহ গ্রাম পঞ্চায়েতের রাজীবপুরে ৪৭ নং বুথের বিজেপির বুথ সভাপতি বিবেকানন্দ পোল্লের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এতে ওই বুথ সভাপতির পরিবারের এক শিশু সহ ছ’জন আহত হন। তাদের মধ্যে তিনজন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বাকি তিনজনকে স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্বাচন মিটতেই আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উলুবেড়িয়া উত্তর বিধানসভার তেহট্ট কাঁটাবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার সকালে বোমাবাজির অভিযোগ ওঠে উভয়পক্ষের বিরুদ্ধে। ঘটনায় দুই দলের ১০ জন আহত হয়েছে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েত আইএসএফ দখল করার পর থেকেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে। সোমবারও ভোট মিটতেই এই হামলা চালানো হয়েছে। যদিও আইএসএফ তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়েছে। আইএস এফের হাওড়া জেলার কার্যকর সম্পাদক আফতাব মোল্লা জানান, পুরনো একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতা সেখ জিয়ারুলের নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। সোমবার আইএসএফের পক্ষে ভালো ভোট পড়ায় এই হামলা বলে দাবি করেন আফতাব মোল্লা।
অন্যদিকে, পরাজয় নিশ্চিত জেনে বিরোধীরা এই অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। তিনি জানান, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সুতরাং মানুষই এই হিংসা প্রতিহত করবে।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা