কলকাতা

তৃণমূল শিক্ষা সেলের অভিযান ঘিরে উত্তাল রাজভবন চত্বর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপালকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে তৃণমূল শিক্ষা সেলের ডাকে রাজভবন অভিযান ঘিরে শুক্রবার দুপুরে উত্তাল হল ধর্মতলা এবং বিবাদি এলাকার একটি বড় অংশ। শিক্ষক-অধ্যাপকদের মিছিলটি ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে আয়কর ভবনের পাশ দিয়ে নবাব সিরাজ উদ দৌলা সরণি (পূর্বতন ওয়াটারলু স্ট্রিট) হয়ে রাজভবনের উত্তর গেটের উদ্দেশ্যে অগ্রসর হয়। তবে, গেটের আগেই গভর্নমেন্ট প্লেস রোডের উপর ব্যারিকেড করে রেখেছিল পুলিস। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিস বাধা দেয়। কেউ কেউ ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করে ভ্যানে তোলে পুলিস। অনেকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার বরণ করেন। জনা পঞ্চাশেক আন্দোলনকারীকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। তবে বিকেল ৫টার পর তাঁদের ছেড়ে দেয় পুলিস।
এদিন মিছিলের পুরোভাগে ছিলেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। প্রায় হাজার-বারোশো শিক্ষকের মিছিল রুখতে বেশ বেগ পেতে হয় পুলিসকে। আন্দোলনকারীদের হাতে রাজ্যপালকে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্র, প্রতিবাদী বার্তা লেখা পোস্টার ছিল। তবে, চোখ টেনেছে ইংরেজি হরফে ‘পাপিস্ট গভর্নর’ লেখা পোস্টারটি। অনেকেই মনে করছেন, আসলে ‘রেপিস্ট’ কথাটাই বলতে চাওয়া হয়েছিল। সেটিকে কায়দা করে পাপিস্ট বা পাপিষ্ঠ করে দেওয়া হয়েছে। মিছিলের অন্যতম আহ্বায়ক ওয়েবকুপার সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল লালবাজার থেকে বেরিয়ে এ প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ। তাই অনেক কিছু লেখার ইচ্ছে থাকলেও লেখা যায়নি। তবে, রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে, তাতে লজ্জা থাকলে তাঁর নিজেরই পদ ছেড়ে দেওয়া উচিত।’ এই মিছিল ঘিরে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা