কলকাতা

সোনারপুরে লাল ঝান্ডার মিছিল দেখে কেঁদে ফেললেন মহিলা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে খেয়াদহ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়েছিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেখানে গিয়ে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী রইলেন এই তরুণ প্রার্থী। এক মহিলা পুত্রসম সৃজনকে দেখে হাউহাউ করে কাঁদতে শুরু করেন। দু’হাত ধরে বিহ্বল দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে থাকেন প্রার্থীও। বিকেলে সৃজন সোনারপুর পঞ্চায়েত এলাকাতেই প্রচারে ছিলেন। অন্যদিকে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এদিন সন্ধ্যায় টালিগঞ্চ বিধানসভা এলাকায় মিছিল ও পথসভা করেন। 
এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এদিন অসমে দলের প্রচারে গিয়েছিলেন। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি শিলচরে তিনটি জনসভা করেন। সেই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে জনসভা করেন তিনি। এদিকে সায়নীর প্রতিপক্ষ সিপিএম-বিজেপি যাদবপুরে পুরো দমে প্রচার করল এদিন। বিজেপি প্রার্থী সন্ধ্যায় পায়ে হেঁটে টালিগঞ্জের সাহাপাড়া এলাকা থেকে প্রচার শুরু করেন। তবে সৃজনকে দেখে সাধারণ মানুষের আবেগ এদিন ছিল নজরকাড়া। বাম প্রার্থী বলেন, ‘সোনারপুরের ওই এলাকা সন্ত্রাস কবলিত। সেখানে লাল ঝান্ডার মিছিল দেখে কেঁদে ফেলেন ওই মহিলা।’ এ কথা বলে টোটোতে চেপে গ্রামপথে এগিয়ে যান তিনি। দিন কয়েক আগে সুভাষগ্রামেও একটি পথসভা চলাকালীন এক ব্যক্তি মঞ্চে উঠে সৃজনকে আলিঙ্গন করেছিলেন। 
এদিন সন্ধ্যায় অনির্বাণের যাত্রাপথেও উত্সাহী সাধারণ মানুষকে দেখা গিয়েছিল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি পায়ে হেঁটে অলি-গলিতে প্রচার করেন তিনি। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মিছিল শেষে তিনি টালিগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় পথসভাতেও যোগ দেন।
 নিজস্ব চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা