বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উত্তর কলকাতায় সুদীপের সমর্থনে প্রচারে মহিলা তৃণমূল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবার ময়দানে নামছে তৃণমূলের মহিলা সংগঠন। আগামী ৩০ এপ্রিল মৌলালি যুব কেন্দ্রে উত্তর কলকাতা মহিলা কংগ্রেসের ডাকে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উত্তর কলকাতায় দলের সব মহিলা কাউন্সিলার ও বিধায়ক উপস্থিত থাকবেন বলে খবর। এদিকে, রাজধানীর উত্তর তল্লাটে প্রচারের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। জ্বালাপোড়া গরমকে তুড়ি মেরে প্রত্যেক প্রার্থীই জোরদার প্রচার চালাচ্ছেন। সোমবার প্রচারের ফাঁকে ৫০ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে আলাদা বৈঠক করেন সুদীপ। এই ওয়ার্ডের কাউন্সিলার বিজেপির সজল ঘোষ। এই ওয়ার্ডে ভোটের লড়াইয়ে কীভাবে এগিয়ে থাকা যাবে, সেই কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। 
এদিন জোড়াসাঁকোর শ্রীমানি বাজারে প্রচার সারেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এপিসি রোডে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি, রূপচাঁদ রায় স্ট্রিটে হনুমান জয়ন্তীর উৎসবে অংশ নেন তিনি। বৈঠকখানা রোডে ৪৯ নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। বিকেলের দিকেও তিনি কলেজ স্ট্রিটে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন। তারপর এস এন ব্যানার্জি রোড ও ঊমা দাস লেন ক্রসিং সংলগ্ন অঞ্চলে চলে বিজেপির প্রচার। রাতে বাগবাজারের হনুমান মন্দিরের উৎসবে অংশ নেন তাপসবাবু। তালতলা অঞ্চলে এদিন বিকেলে রোড শো করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য।
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা