কলকাতা

পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশ গেলেন প্রথম মহিলা ট্রাক চালক

সংবাদদাতা, বনগাঁ: জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দক্ষতা বারবার প্রমাণ করেছেন মহিলারা। এবার পণ্যবাহী ট্রাক চালিয়ে বাংলাদেশে গিয়ে নজির গড়লেন ভারতীয় নারী। ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যে অনন্য নজির সৃষ্টি হল পেট্রাপোল সীমান্তে। দেশের বাণিজ্যের ইতিহাসেও এ এক অনন্য দৃষ্টান্ত। রবিবার ভারতের তামিলনাড়ুর বাসিন্দা অন্নপুরানি রাজকুমার পণ্য বোঝাই ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছন। নির্দিষ্ট সময় হাতে পেয়ে যান ওদেশে যাওয়ার কার পাস। বাংলাদেশে পৌঁছে দ্রুত পণ্য খালি করে এদিনই খালি ট্রাক নিয়ে ফিরে আসেন অন্নপুরানি। এই প্রথম পেট্রাপোল সীমান্ত দিয়ে কোনও মহিলা ট্রাক চালক পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশ গেলেন। তিনিই প্রথম মহিলা, যিনি দু’দেশের রপ্তানিতে ট্রাক চালক হিসেবে তাঁর নাম নথিভুক্ত করেন।
কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে দু’দেশের বাণিজ্যে খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সদস্য রেখা রাইকর কুমার। সীমান্ত বাণিজ্যে পুরুষের পাশাপাশি মহিলারাও যাতে এগিয়ে আসেন, তার উপর জোর দিতে কর্তৃপক্ষকে বলেন তিনি। এরপরই এদিন মহিলা ট্রাক চালক পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে যান। পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এটা আজ গর্বের দিন। নারীরা যে পিছিয়ে নেই, এটা প্রমাণ হল। আগামী দিনে নারী শক্তি আরও শক্তি বৃদ্ধি করুক।
দেশের অন্যতম স্থলবন্দর পেট্রাপোল। প্রতিদিন শ’য়ে শ’য়ে পণ্য বোঝাই ট্রাক ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। সীমান্তে চলাচলে নানা প্রতিবন্ধকতা রয়েছে। সেই প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রেখে একজন নারী এভাবে এগিয়ে আসায় প্রশংসা কুড়িয়েছেন। দু’দেশের ব্যবসায়ীরাও খুশি। তাঁদের মতে, আগামী দিনে আরও বেশি করে নারীশক্তি এগিয়ে আসুক। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা