কলকাতা

কাস্টমস অফিসেই চলত ধৃত শুল্ককর্তার সিন্ডিকেট আর সোনার চোরাই কারবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাস্টমস হাউসে বসেই চোরাচালানের সিন্ডিকেট চালাতেন অভিযুক্ত শুল্ককর্তা সমীর শঙ্কর। অফিসে ডেকে পাঠাতেন চোরাচালানে যুক্ত কারবারিদের। সুপারির সঙ্গে সোনার চোরাকারবারের ব্যবসাও খুলেছিলেন এই আধিকারিক। তদন্তে নেমে এই তথ্য উঠে এসেছে ডিআরআইয়ের হাতে। তবে তিনি একা নন, আরও ডজনখানেক অফিসার এই চক্রে জড়িত বলে জেনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ডিআরআই আধিকারিকরা জানতে পেরেছেন, সমীর শঙ্কর হরিয়ানায় শুল্কদপ্তরে পোস্টিংকালে মাদক কারবারিদের পাচারের সুবিধা পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা রোজগার করেন। দপ্তরে অভিযোগ গেলেও সেখানকার এক শীর্ষ কর্তার হাত তাঁর মাথায় থাকায় কোনও পদক্ষেপই করা হয়নি। কলকাতায় বদলি হওয়ার পর সুপারি ও সোনার চোরাকারবারে জড়িতদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন তিনি। মাদক কারবার থেকে আসা বেআইনি অর্থ সমীর শঙ্কর চোরাকারবারে বিনিয়োগ করেন বলে অভিযোগ। বাংলাদেশ থেকে তিনি চোরাপথে সুপারি ও সোনা কলকাতায় আনাতেন তাঁর চক্রের সদস্যদের মাধ্যমে। অবৈধ ব্যবসা চালিয়ে সপ্তাহে তাঁর আয় ছিল চার থেকে পাঁচ কোটি টাকা! 
তদম্তকারীরা জেনেছেন, অভিযুক্ত অফিসার সমীর শঙ্কর চোরাকারবারের টাকায় প্রতিবছর ধনতেরাসে দুই থেকে আড়াই কোটি টাকার সোনা কিনতেন। টাকার একটা ভাগ শুল্ক দপ্তরের এক ‘মাথা’র কাছে পৌঁছত। সমীরের বিরুদ্ধে অভিযোগ পেয়েও ওই কর্তা কোনও ব্যবস্থা নেননি। নামখানায় বদলি হওয়ার পরেও বড় আধিকারিকের মাথায় হাত থাকায় তিনি কাস্টমস হাউসে থেকে যান। এখানে জুয়েলারি ব্যবসায়ীদের ডেকে সোনার চোরকারবারদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সমীর শঙ্কর টাকা আদায় করতেন বলে তদন্তে উঠে আসছে। চোরাই সোনা উদ্ধারের পর তার অর্ধেক বাজেয়াপ্ত দেখিয়ে বাকিটা নিজে বিক্রি করে দিতেন বলে অভিযোগ। কত সোনা এই কায়দায় তিনি বিক্রি করেছেন তার হিসেব করছেন তদন্তকারীরা। -ফাইল চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কেনাবেচা ক্রমশ বাড়ায় লাভ বৃদ্ধি। সন্তানের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা