কলকাতা

দিল্লির পুলিস অফিসার পরিচয়ে ৫০ হাজার টাকা তোলাবাজি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দিল্লি পুলিসের নাম করে তোলাবাজি কলকাতা শহরে! এবার তোলাবাজির শিকার হলেন বাঁশদ্রোণী থানা এলাকার বাসিন্দা জনৈক সন্দীপ দাস। সন্দীপবাবুর অভিযোগ, এতে তিনি প্রায় ৫০ হাজার টাকা খুইয়েছেন। সন্দীপবাবুর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তোলাবাজির মামলা দায়ের করে তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিস। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। আলিপুর আদালতের এক বিশেষ সূত্র জানাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি ফেসবুকে সুচিত্রা প্যাটেল নামে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বাঁশদ্রোণীর বাসিন্দা সন্দীপ দাসের। এর সূত্র ধরে সন্দীপবাবুর সঙ্গে ওই মহিলা ফেসবুক মেসেঞ্জারে ‘চ্যাট’ করতে শুরু করেন। প্রাথমিক তদন্তে কলকাতা পুলিস জানতে পারে, চ্যাটের সময় কৌশলে ওই মহিলা সন্দীপবাবুর একান্ত ব্যক্তিগত কিছু ভিডিও হাতিয়ে নেন বলে অভিযোগ। এরপরই  বিপিন মালহোত্রা নামে এক ব্যক্তি নিজেকে দিল্লি পুলিসের অফিসার পরিচয় দিয়ে সন্দীপবাবুকে ক্রমাগত ফোন করে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। টাকা না দিলে তাঁর সেই গোপন ভিডিও আত্মীয় ও বন্ধু-বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। এমনকী টাকা না দিলে দিল্লি পুলিস তাঁকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যাবে বলেও ভয় দেখানো হয়। এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সন্দীপ দাস নামে ওই ব্যক্তি। একদিকে ওই মহিলার এবং অন্যদিকে দিল্লি পুলিসের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে, আতঙ্কিত সন্দীপবাবু প্রায় ৫০ হাজার টাকা দিয়েও দেন। এরপরও বাড়তি টাকা দাবি করে ফোন আসতে থাকে। তখনই সন্দীপবাবু স্থানীয় বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিস তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র, ভুয়ো সরকারি আধিকারিক পরিচয় দেওয়ার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে। তবে এখনও অধরা দুষ্কৃতী দলটি।   
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা