কলকাতা

বিজেপির ইস্তাহারে নাগরিকত্বের ‘গ্যারান্টি’ গায়েব, ক্ষুব্ধ মতুয়ারা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চারদিন পরে লোকসভার প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে গোটা দেশে। তার আগে রবিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দলের তাবড় নেতারা ঢাকঢোল পিটিয়ে ইস্তাহার প্রকাশ করলেও সেখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও ‘গ্যারান্টি’ দিল না বিজেপি। স্বাভাবিকভাবে লোকসভা ভোটের আগে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাঁদের সম্পর্কে উচ্চবাচ্য না থাকায় ব্যাপক ক্ষুব্ধ মতুয়ারা।
লোকসভা ভোট নিয়ে চারিদিকে জোর চর্চা চলছে। লোকসভা নির্বাচন এলেই নাগরিকত্বের ‘টোপ’ ফেলে বিজেপি। আসল লক্ষ্য মতুয়া ভোটকে দখল করা। ২০১৪ বা ২০১৯-এর পর এবার ২০২৪ সালেও একই পন্থা অবলম্বন করেছে বিজেপি। কিছুদিন আগে নাগরিকত্ব আইন নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাই নিয়ে এখনও দোনামনায় মতুয়ারা। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির নির্বাচনী ইস্তাহারে উদ্বাস্তু বা নমঃশূদ্রদের নাগরিকত্ব দেওয়ার কোনও গ্যারান্টির উল্লেখ না করায় ‘সংশয়’ আরও বাড়ল। 
বিজেপির ইস্তাহারে গুরুত্ব পেয়েছে ‘মোদির গ্যারান্টি’। কিন্তু মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মোদির গ্যারান্টি ‘জিরো’। তাঁদের বিষয় নিয়ে ‘উপেক্ষা’র জবাব দিতে গিয়ে বারবার নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন মতুয়ারা। তাঁদের বক্তব্য, দুর্নীতি ঠেকানো থেকে মহিলা-দরদ ও আবাস যোজনা নিয়ে লম্বা চওড়া ভাষণ দিলেও মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটি কথাও কেন খরচ করলেন না বিজেপির কোনও কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরা ইস্তাহারে প্রতিশ্রুতির দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু সম্পূর্ণ নিরাশ হয়েছেন। মতুয়া গোঁসাই ও দলপতিদের একাংশ বলছেন, ‘আমাদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব। কিন্তু বিজেপি কিছুই ব্যবস্থা করেনি। বিজেপির নেতাদের মতুয়াদের জন্য এতই যদি দরদ হয়, তাহলে ইস্তাহারে কেন নাগরিকত্ব ইস্যু নিয়ে কিছু বলল না। আসলে সবটাই ধাপ্পাবাজি।’
উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে ও বারুণী মেলা চলাকালীন বড় মা বীণাপাণি ঠাকুরের মন্দিরের দখল নিতে মরিয়া মনোভাব দেখান শান্তনু ঠাকুর এবং তাঁর দলবল। তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। পরে বড়মার মন্দির সহ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের বাড়িও দখল নেন। শান্তনুর এমন ভূমিকায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। মতুয়ারা মনে করছেন, এই ধরনের কাজ অত্যন্ত গর্হিত। এরপরই এদিন ইস্তাহার দেখে মতুয়াদের বিজেপি সম্পর্কে ‘আশাভঙ্গ’ হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘এবার মতুয়ারা বুঝতে পারছেন, নাগরিকত্বের টোপ আসলে জুমলা। ভোট পাওয়ার জন্যই ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় মতুয়াদের। এবার মতুয়াদের সময় এসেছে আসল মানুষ চেনার।’ বিষয়টি নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘সারা দেশের মানুষ দেখতে পাচ্ছেন মোদিজির উন্নয়ন। সিএএ চালু হয়ে গিয়েছে। মতুয়া বা উদ্বাস্তুরা এতে খুবই খুশি। ওঁরা বিজেপির সঙ্গেই আছেন।’
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা