কলকাতা

 বস্তিতে আগুনের পিছনে কি প্রোমোটারি চক্র, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘শরীরটা খারাপ লাগছিল। তাই সকালে বেরিয়ে বেলা দশটা নাগাদ ঘরে ফিরে আসি। কিছুক্ষণ পরে হঠাৎ চিৎকার শুনতে পাই। আমি ঘর থেকে বেরতেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার বাচ্চাকে জাপটে ধরে রাস্তার দিকে দৌড় মারলাম। ততক্ষণে কানে আসতে লাগল বিকট আওয়াজ। পরপর গ্যা঩সের সিলিন্ডার ফাটতে শুরু করেছে। আমার ঘরে যা ছিল, সব পুড়ে গিয়েছে। আমরা আজ নিঃস্ব।’ এক নিঃশ্বাসে কথাগুলো বলে কাঁদতে শুরু করলেন রেজাউল গাজি। তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন তাঁর স্ত্রী আফরোজা বিবি। তিনি বলেন, ‘ব্যাঙ্কের পাসবই থেকে শুরু করে আমাদের পরিচয়পত্র— সংসারে যা ছিল, সব পুড়ে গিয়েছে।’ 
এই পরিবারের মতোই নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। তাঁদের রবীন্দ্রভবনে ঠাই হয়েছে। মহম্মদ ইসমাইল বললেন, ‘ঈদের দু’দিনের মধ্যে এত বড় বিপদ হয়ে যাবে, আমরা বুঝতেই পারিনি। দু’দিন পরে কাজে বেরিয়েছিলাম। খবর পেয়ে এসে দেখলাম, সব শেষ।’ তবে কী করে আগুন লাগল, কেউ সেটা পরিষ্কার করে বলতে পারছেন না। বাসিন্দাদের মধ্যে কেউ বলছেন, প্লাস্টিক থেকে আগুন লেগেছে। কেউ বলছেন, শর্ট সার্কিট থেকে লাগতে পারে। আবার কেউ বলছেন, গ্যাসের সিলিন্ডার ফেটে এত বড় বিপত্তি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গুঞ্জন শোনা যায়, বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আগুন লাগে। তখন কয়েকজন বহিরাগতকে দেখা গিয়েছিল। অনেকের আশঙ্কা, এর পিছনে প্রোমোটারি চক্র থাকতে পারে।
তবে স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলার অমিত পোদ্দার বলেন, ‘কী কারণে এত বড় অগ্নিকাণ্ড, তা এখনও পরিষ্কার নয়। ওই বস্তি বহু বছরের পুরনো। ওই জমির মালিক একজনকে ভাড়া দিয়েছে বলে শুনেছি। কোনও প্রোমোটারের নজর ছিল কি না, বলতে পারব না।’ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী বলেন, ‘এত দাহ্য পদার্থ ছিল যে অল্পেতেই আগুন ছড়িয়ে পড়ে। এখন নিঃস্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমদের প্রধান কাজ।’    
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা