কলকাতা

ব্যাঙ্কে হিসেবের কাজ চলছে, জবকার্ড হোল্ডারদের ৭ কোটি টাকা দিতে দেরি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ১০০ দিনের কাজের টাকা বণ্টনের প্রক্রিয়া সব জেলাতেই প্রায় শেষ। কিন্তু দক্ষিণ ২৪ পরগনায় এখনও সাত কোটি টাকা জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে পাঠানো নিয়ে জটিলতা রয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই টাকা যাঁদের অ্যাকাউন্টে যাবে, তাঁদের নাম ও অ্যকাউন্ট নম্বরের তালিকা সংশ্লিষ্ট ব্যাঙ্কে যথা সময়েই পাঠানো হয়েছিল। সেখানেই সমস্যা তৈরি হয়েছে। ব্যাঙ্কিংয়ের পরিভাষায় বলা হচ্ছে, ‘রিকনসিলিয়েশন’-এর কাজ চলছে। অর্থাৎ, জেলার তরফে যে টাকা পাঠানো হয়েছে, তার সঙ্গে ব্যাঙ্কের হিসেবের সমতা রাখার প্রক্রিয়া চলছে। তা হয়ে গেলেই উপভোক্তাদের অ্যাকাউন্টে  টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। ফলে এখনও  লাখখানেক  উপভোক্তা টাকা পাওয়ার জন্য বসে রয়েছেন।
জানা গিয়েছে, রাজ্যের মধ্যে এই জেলায় সবচেয়ে বেশি এমন উপভোক্তা রয়েছেন। প্রাপ্য টাকার পরিমাণ ৩৪৪ কোটি টাকা। শুরুতে টাকা ছাড়তে খানিকটা সময় লাগলেও পরবর্তী সময় দ্রুত জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। প্রায় ৯৫ শতাংশ উপভোক্তা টাকা পেয়েও গিয়েছেন। এর মধ্যে আবার বেশ কিছু জবকার্ড হোল্ডারের অ্যাকাউন্ট নিয়ে সমস্যা থাকায় প্রায় ৬ কোটি টাকা ফেরত চলে এসেছিল। খোঁজ করে দেখা গিয়েছে, অ্যাকাউন্টে ত্রুটি ছিল বলেই টাকা ঢোকেনি। ব্লক থেকে সেগুলি সংশোধন করে আবারও ব্যাঙ্কে পাঠানো হয়। দু’একদিনের মধ্যেই সেই টাকা  ঢুকতে শুরু করবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে আপাতত সাত কোটি টাকা নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে আধিকারিকরা। বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠক করছে জেলা প্রশাসন। তবে লোকসভা ভোটের আগে এই সমস্যায় কিছুটা হলেও বিড়ম্বনায় পড়েছেন জেলার কর্তারা। 
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা