কলকাতা

ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি, সন্দেশখালিতে আজ সভা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, বারাসত : বেশ কিছুদিন ধরে রাজনৈতিকভাবে তপ্ত সন্দেশখালি। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এলাকার ‘ত্রাস’ শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে আজ দুপুরে সন্দেশখালিতে কর্মিসভা করবে তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূলের নয়া কর্মসূচি জনগর্জন সভাকে সামনে রেখে ধামাখালি বাসস্ট্যান্ডে এই সভা হবে। যেখানে কয়েক হাজার কর্মী উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন নেতৃত্ব। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ জেলা নেতৃত্ব। শাহজাহান অ্যান্ড কোম্পানি বিরোধী আন্দোলন পর্বে এলাকায় বেশ কিছুটা ‘কোণঠাসা’ তৃণমূলের এই কর্মিসভা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আজ, রবিবার সন্দেশখালিতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ১০ মার্চ ব্রিগেড জনসভার প্রস্তুতি পর্বে তা বাতিল করে কর্মিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি হিসেবেই এই কর্মিসভার আয়োজন। সন্দেশখালির ১৬টি অঞ্চল থেকে কর্মীরা সভায় উপস্থিত হবেন। এ প্রসঙ্গে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, কীভাবে আগামী দিনে রাজনৈতিক লড়াই চালাতে হবে, তা নিয়ে এই সভা থেকে পথ নির্দেশ করবেন নেতৃত্ব।  তৃণমূল সূত্রের খবর, সন্দেশখালিতে বিভিন্ন নির্বাচন ছিল শাহজাহানের ‘নিয়ন্ত্রণে’। তাঁর এবং দলবলের উপর মানুষ যে বেদম ক্ষুব্ধ, তার আঁচ পাওয়া গিয়েছে সম্প্রতি। তাই আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যাতে মানুষ অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটপর্ব সাঙ্গ করতে পারে, তার নিশ্চয়তাও কর্মিসভা থেকে মিলবে।
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা