বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কোটি টাকা খরচে তৈরি সরকারি প্রকল্প অথৈ জলে

সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানার বকখালি পর্যটনকেন্দ্রে ২০০৭ সালে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছিল। পাশাপাশি মার্কেট ও পর্যটকদের থাকার জন্য আবাসন তৈরি করাও হচ্ছিল। পর্যটনকেন্দ্র সাজিয়ে তুলতে কংক্রিটের আবাসনগুলিকে উঁচু করে করা হয়েছিল। প্রবেশপথটি উঁচু করে লম্বা ঢালাই রাস্তা তৈরি করা হয়। আটটি আবাসন তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই কাজ থমকে যায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে কান্তি গঙ্গোপাধ্যায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী থাকাকালীন প্রকল্পটি শুরু করা হয়। এরপর সরকার পরিবর্তন হয়ে যায় এবং কাজ আর এগয়নি।
এ বিষয়ে নলিনী দাস নামে স্থানীয় এক সিপিএম নেতা বলেন, ‘বকখালি পর্যটনকেন্দ্রকে সাজিয়ে তোলার জন্য বাম আমলে প্রকল্প গ্রহণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাস স্ট্যান্ডের পাশাপাশি মার্কেট ও আবাসন তৈরির কাজও চলছিল। এই প্রকল্পের জন্য দু’কোটি ৭০ লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান ওই আবাসনগুলিতে স্থানীয় কয়েকজন মানুষ বসবাস করেন।’ দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্তকুমার মালি বলেন, ‘এই প্রকল্পটি সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে করা হচ্ছিল। মূলত জমির সমস্যার কারণে তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় এই প্রকল্প তৈরির জন্য সিআরজেড অর্থাৎ কোস্টাল রিজিওনাল জোনের অনুমতির প্রয়োজন হয়। অনুমতির সমস্যা থাকায়, সিআরজেড’এর পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বর্তমান রাজ্য সরকারের কোনও হাত নেই। 
11Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা