কলকাতা

ফের উত্তপ্ত সন্দেশখালিতে ভেড়ির আলাঘরে আগুন

সংবাদদাতা, বসিরহাট: ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। শেখ শাহজাহান, তাঁর ভাই সিরাজউদ্দিন, অজিত মাইতি  সহ এলাকার কয়েকজন তৃণমূল মাতব্বরের ‘জমি দখল সিন্ডিকেটে’র বিরুদ্ধে লাঠি-ঝাঁটা হাতে শুক্রবার পথে নামলেন প্রতিবাদী মহিলারা। ঝুপখালিতে ভাঙচুর করে আগুন লাগানো হল সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে। কাছারিপাড়ায় ভাঙচুর হয়েছে তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি। মহিলারা ঝাঁটাপেটা করেছেন তাঁকে। হেনস্তা হতে হয়েছে তাঁর স্ত্রীকে। গাছের গুঁড়ি ফেলে কোথাও টায়ার আবার কোথাও শুকনো ডালপালা জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পর্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক নিরীহ কিশোরকে আটক করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পথ আটকে রাস্তায় শুয়ে এবং ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর সময় এক মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছে বলে পুলিসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও পুলিস এই অভিযোগ অস্বীকার করেছে। এদিনের হাঙ্গামা ও গোলমালের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সন্ধ্যা পর্যন্ত কাঠপোল সহ বিভিন্ন অংশ থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেড়মজুর ১ ও ২ দুটি পঞ্চায়েত এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।  সন্দেশখালিতেই ছিলেন রাজ্য পুলিসের এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতীম সরকার। নতুন করে গোলমালের খবর পেয়ে পৌঁছে যান ডিজি রাজীব কুমারও। এলাকায় ঘুরে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তিনি। অভিযোগ থাকলে পুলিসকে জানানোর পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিতে সবাইকে সতর্কও করেন তিনি। এই আবর্তেই এদিন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালির বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। নতুন করে গোলমালের খবর আসতেই এদিন সন্দেশখালি যাওয়ার চেষ্টা চালান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যাত্রাপথে বাসন্তী হাইওয়েতে ভোজেরহাটে লকেটের পথ আটকায় পুলিস। তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। পরে ছেড়ে দেওয়া হয় সাংসদকে। ১৪৪ ধারা জারি থাকার কারণে একইভাবে ধামাখালি যাওয়ার পথে আটকে দেওয়া হয় বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ কয়েকজনকে। 
চাষের জমিতে মাটি কেটে ভেড়ি সম্প্রসারণের সময় বৃহস্পতিবার বাসিন্দাদের তাড়া খেয়ে এলাকা ছেড়েছিলেন শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন। মোটর সাইকেল চালিয়ে উর্ধ্বশ্বাসে পালানোর সময় ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে গিয়েছিলেন তিনি। গোটা ঘটনায় ফুঁসছিল এলাকা। তাঁর গ্রেপ্তারির দাবিতে এদিন মিছিল করেন মহিলারা। এই পর্বেই আগুন লাগানো হয় চাষের জমি দখল করে সিরাজউদ্দিনের তৈরি ভেড়ির আলাঘরে। জনতা এরপর চড়াও হয় শাহজাহান-সিরাজউদ্দিন ঘনিষ্ঠ অজিত মাইতির বাড়িতে। ইটবৃষ্টির সঙ্গে চলে তুমুল ভাঙচুর। কাছারিপাড়ায় শাহজাহানের আরেক লাগরেদ তৈয়ব আলির ভেড়ির আলাঘরে ভাঙচুর চলে।  
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা