কলকাতা

শিয়ালদহ মেইনে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তির শিকার পরীক্ষার্থীরাও

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সিগনাল সমস্যার কারণে শুক্রবার অফিস টাইমে শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। সাধারণ যাত্রী, অফিসযাত্রী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ টিটাগড় স্টেশনের কাছে সিগনালে বড়সড় সমস্যা দেখা দেয়। এর জেরে শিয়ালদহ-নৈহাটি শাখায় আপ-ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। নৈহাটি, শ্যামনগর, বারাকপুর, সোদপুর সহ একাধিক স্টেশনে ট্রেন আটকে পড়ে। অফিস টাইমের ব্যস্ততা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় ট্রেনে ভিড় উপচে পড়ছিল। সময়মতো গন্তব্যে পৌঁছনো নিয়ে সবার মধ্যেই চরম অনিশ্চয়তা তৈরি হয়। সকাল ৯টা ৪৫ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীরাই সবচেয়ে অসুবিধার মধ্যে পড়ে। অনেকে বি টি রোডে বাস ধরে বা গাড়ি ভাড়া করে কেন্দ্রে যেতে বাধ্য হয়। বাসেও অতিরিক্ত চাপ পড়ায় বাদুড়ঝোলা হয়ে যেতে হয়। মওকা বুঝে অটো, টোটো, রিকশ চড়া দর হেঁকেছে। পরিস্থিতি সামাল দিতে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। 
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এদিন সকাল সাড়ে আটটা থেকে ঘণ্টাখানেক মেইন লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে পয়েন্ট ফেলিওরের কারণে। কোনও ট্রেন বাতিল হয়নি। তবে ব্যস্ত সময়ে স্টেশনে স্টেশনে ট্রেনগুলি কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হয়। সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। পঙ্কজ দাস নামে এক ভুক্তভোগী যাত্রী বলেন, ‘আমার বাড়ি বারাকপুর। সল্টলেক সেক্টর ফাইভে আমার অফিস। টিটাগড়ে এসে আটকে গেলাম। সময়ে আর অফিসে পৌঁছতে পারলাম না।’ যাত্রীদের বক্তব্য, প্রায়শই শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করে সিগনালিংয়ের কাজ চলে। সমস্যা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই হয়রানি থেকে রেহাই চাইছেন নিত্যযাত্রীরা। 
8Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা