বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সোদপুর, যশোর রোডে এখনও বাঁশের তোরণ, দ্রুত খোলার নির্দেশ পুরসভার

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উৎসবের মরশুম শেষ। কিন্তু তারপরেও মধ্যমগ্রামে শহরের রাস্তায় রয়ে গিয়েছে একাধিক বড় বড় তোরণ। সেগুলি থেকে বিজ্ঞাপনের ফ্লেক্স সরে গেলেও এখনও রয়ে গিয়েছে বাঁশের বিপজ্জনক কাঠামো। এবার সেগুলি দ্রুত খুলে ফেলার নির্দেশ দিয়েছে পুরসভা। কলকাতা থেকে বারাসত আসার মূল সড়ক যশোর রোড। ডাকবাংলা থেকে রাস্তাটি চলে গিয়েছে উত্তরবঙ্গেও। এই রাস্তায় রোজই হাজার হাজার গাড়ি ও মানুষ যাতায়াত করে। কিন্তু এই যশোর রোডের উপরেই রয়েছে একাধিক বড় বড় বাঁশের তোরণ। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছে, মাসের পর মাস এগুলি রয়ে যায়। কেবলমাত্র ফ্লেক্স বদলে যায়। শুধু তাই নয়, যশোর রোডের পাশাপাশি মধ্যমগ্রামের সোদপুর রোডেও নিত্যদিন বহু মানুষের যাতায়াতের রয়েছে। এই রোডেও রয়েছে তোরণ। ফলে যে কোনও সময় বড় বিপত্তি ঘটে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। মিমি সেনগুপ্ত নামে এক বধূ বলেন, ভয়ঙ্করভাবে রয়েছে বাঁশের তোরণগুলি। এগুলির জন্য রাস্তাও অনেকটা সংকীর্ণ হয়ে গিয়েছে। ঝড় হলে রাস্তায় ভেঙেও পড়তে পারে। তাহলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। তাই পুরসভা বা প্রশাসনের উচিত, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। এ বিষয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পরই ওই ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এগুলি ২৪ ঘণ্টার মধ্যে খুলে ফেলা হয়। আশা করছি আজ, শুক্রবারের মধ্যেই যশোর রোড বা সোদপুর রোডের তোরণগুলি সরিয়ে ফেলা যাবে। -নিজস্ব চিত্র
11Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা