কলকাতা

ধনেখালির কাঁকড়াখুলিতে মাঘী পূর্ণিমায় অকাল রথযাত্রা

সংবাদদাতা, তারকেশ্বর: শনিবার মাঘী পূর্ণিমা। এই তিথিতে ধনেখালির কাঁকড়াখুলিতে হয় অকাল রথযাত্রা। অসময়ের এই রথযাত্রা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন। আষাঢ় মাসের পরিবর্তে বসন্তে হয় এই রথযাত্রা। ধনেখালি ব্লকের সমোসপুর-দুই নম্বর পঞ্চায়েতের কাঁকড়াখুলি, তেগাছিয়া, ভবানীপুর সহ বেশ কিছু গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। প্রায় ৫০ বছর আগে এই উৎসবের প্রচলন হয়েছিল। তবে তা দশ বছর চলার পর বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। ২০১৯ সাল থেকে ফের শুরু হয়। আগে বাঁশের তৈরি ছোট্ট একটি রথ ছিল।‌ তারপর পলাশী থেকে লোহার তৈরি রথ তৈরি করে নিয়ে আসা হয়। রথে অবস্থান করেন রাধাকৃষ্ণ। এখানে এই দুই দেবতার স্থায়ী মন্দিরও রয়েছে। নিত্য পুজো হয়। প্রতি পূর্ণিমায় বিশেষ পুজো।। রথটির উচ্চতা ২০ ফুট। মাঘী পূর্ণিমার দিন কাঁকড়াখুলি থেকে ভবানীপুর পর্যন্ত যাত্রা করে। কয়েক হাজার ভক্ত সমাগম হয়। কমবেশি আড়াই ঘণ্টার যাত্রাপথ। সুরজিৎ ঘোষ নামে রথযাত্রার কমিটির এক সদস্য বলেন, ‘প্রায় ৫০ বছর আগে গ্রামের প্রবীণরা শুরু করেছিলেন। নতুন কিছু করার তাগিদে তখন শুরু হয়েছিল এই অনুষ্ঠান। মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। পাঁচ বছর আগে আমরা ফের শুরু করেছি। প্রতিবছর ভক্তদের উপস্থিতি বাড়ছে।’ উৎসবে সময় এখানে মেলা চলে আট দিন। জিলিপি, পাঁপড় ভাজার বেশ কদর। গ্রামীণ মেলায় যা কিছু থাকে সবই থাকে এখানে। ভক্তদের মধ্যে ভোগ বিতরণ হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা, সঙ্গীত প্রতিযোগিতা। 
8Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা অন্যান্য ক্ষেত্র থেকে অর্থাগমের উত্তম যোগ। ভুল পরিকল্পনায় কাজকর্মে বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা