কলকাতা

দেশ-বিদেশের ৬৩১ স্টল, শুরু বিধাননগর মেলা উৎসব

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হয়েছে।কয়েকদিন ফাঁকা থাকার পর ফের জমে উঠেছে সল্টলেক সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণ।বুধবার থেকে শুরু হয়েছে বিধাননগর মেলা উৎসব। বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্য ও জেলার স্টল সেখানে রয়েছে। পাশাপাশি বিদেশেরস্টলও আছে। সবমিলিয়ে স্টল সংখ্যা ৬৩১। ২১ দিন ধরে চলবে এই মেলা। শেষ হবে ১২ মার্চ। ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে মার্চের শুরু থেকে ভিড় বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
২১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হলেও মঙ্গলবার হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনরাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, নারী, শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দমদমের সাংসদ সৌগত রায় প্রমুখ। বিধাননগর পুরসভা জানিয়েছে, প্যাভিলিয়ন সহ ৬৩১টি স্টল করা হয়েছে। বাংলাদেশ, মিশর, আফগানিস্থান, থাইল্যান্ড, মায়ানমার, তুরস্ক সহ ন’টি দেশ অংশ নিয়েছে।  বুধবার স্টলে জিনিসপত্র সাজানোর কাজ করছিলেনঅংশগ্রহণকারীরা। বাংলার নানা ধরণের জিনিসপত্রের সঙ্গে ক্রেতাদের আকর্ষণ করছে বিদেশের স্টলগুলি।মেলা প্রাঙ্গণে রয়েছে মঞ্চ। প্রতিদিন সন্ধ্যায় সেখানে চলবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘এটি দেশের অন্যতম একটি জনপ্রিয় মেলা। এখানে দেশ ও বিদেশের স্টল থাকে। সল্টলেকের পাশাপাশি কলকাতা ও আশপাশের জেলার মানুষও মুখিয়ে থাকেন। সবার পছন্দের জিনিসপত্র এখানেই বিক্রি হয়।’ তিনি জানান, গতবছরের মতো এবারও মেলায় প্লাস্টিক ও থার্মোকল নিষিদ্ধ।সেগুলি বিক্রি বা ব্যবহার করলে জরিমানা করা হবে। প্রয়োজনে স্টলও বন্ধ করা হবে। মেলায় ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।’  নিজস্ব চিত্র
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা