বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উদ্বোধনের পর কেটেছে ১০ বছর, চালুই হল না ইলিশ গবেষণা কেন্দ্র
 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কয়েক কোটি টাকা খরচ করে ইলিশ সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছিল ডায়মন্ডহারবারে। কিন্তু গবেষণা তো দূরের কথা, সেই কেন্দ্র এখন তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে যে উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প তৈরি করা হয়েছিল, তা ব্যর্থ হতে বসেছে বলে অভিযোগ স্থানীয়দের। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সুলতানপুর মৎস্য বন্দরে এই গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল ইলিশ নিয়ে নানা গবেষণা এবং মাছ সংরক্ষণ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো। দেখতে দেখতে কেটে গিয়েছে ১০ বছর। বর্তমানে ধুলোয় ঢেকেছে সেই কেন্দ্র। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বন্দরের কর্মীরাই কটাক্ষ করে বলেন, ‘মাঝেমধ্যে সেটি খোলা হয় ঠিকই। কিন্তু সেটা আলো-বাতাস ঢোকানোর জন্য।’   
এই এলাকায় বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের লোকজনের যেমন আনাগোনা রয়েছে, তেমনই কমবেশি ট্রলার মাছ নামাতে আসে। যেতে আসতে এই গবেষণাকেন্দ্র চোখে পড়লেও, কোনওদিন সেটিকে খোলা থাকতে দেখা যায় না বলেই দাবি তাঁদের। আধিকারিকরা বলেন, ‘গবেষণাকেন্দ্র চালানোর জন্য পরিকাঠামো তৈরি নেই। লোকবলও নেই। এক আধিকারিককে স্রেফ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। বর্তমানে সেই আধিকারিকও সেখানে আর বসেন না বলে জানা গিয়েছে।’ এনিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, টাকার অপচয় ছাড়া কিছুই হয়নি এখানে। এখন সেটি চরম অবহেলায় পড়ে রয়েছে। এ প্রসঙ্গে ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার বলেন, ‘বিষয়টি নজরে আছে। এটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী এবং মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। তাঁরা আশ্বাস দিয়েছেন। তবে জানতে পেরেছি যে নরওয়ে থেকে কিছু যন্ত্রপাতি আনার কথা রয়েছে। সেগুলি না এলে এই গবেষণাকেন্দ্র চালু করা যাবে না।’ 
12Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা