কলকাতা

রাজভবনের চাপেই অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত, ব্রাত্যর কাছে স্বীকার উপাচার্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাবর্তন নিয়ে জরুরি বৈঠকের অনুমতি চাইতে এসে তাঁদের নিয়োগকর্তার বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করেছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। শুক্রবার এমনই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার মন্ত্রী দাবি করেছেন, বুদ্ধদেববাবু স্বীকার করেছেন যে সরকার-ঘনিষ্ঠ এক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত করার জন্য তাঁর নিয়োগকর্তা চাপ দিয়েছেন। বিষয়টি ঘুরিয়ে স্বীকারও করেছেন বুদ্ধদেববাবু। তিনি সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে রাজভবনে অভিযোগ করেছিলেন ওই বিভাগের অন্য এক অধ্যাপক। তাই তদন্ত প্রক্রিয়া শুরু করে তিনি রাজভবনে রিপোর্ট দিয়েছেন।
প্রসঙ্গত, সরকার-ঘনিষ্ঠ এক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন রাজ্যপাল নিযুক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। তা নিয়ে বিতর্কও কম হয়নি। প্রথম থেকেই অভিযোগ ছিল, রাজ্যপালের চাপেই এই পদক্ষেপ করছেন উপাচার্য। এদিন তা বুদ্ধদেববাবুর তরফেই কার্যত স্বীকার করা হয়েছে। এদিকে, ২৪ ডিসেম্বর যাতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হতে পারে, তা নিশ্চিত করতে মরিয়া কর্তৃপক্ষ। অনুষ্ঠানের আগে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক হওয়া জরুরি। রাজ্য তার অনুমতি দেয়নি। 
এদিকে, বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যেভাবে ‘হঠাৎ সমাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে, তেমন ঘটনা এড়াতে চায় যাদবপুর। মন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ প্রসঙ্গে বুদ্ধদেববাবু বলেন, ‘সুপ্রিম কোর্টও চায় আলোচনার মাধ্যমে সমস্যা মিটুক। তাই আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছি।’ 
রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘ইঞ্জিনিয়ারিংয়ের অনেক পড়ুয়া বিদেশি প্রতিষ্ঠানে চাকরি বা ভর্তির জন্য আবেদ করে বসে আছেন। তাঁদের হাতে ডিগ্রি তুলে দেওয়া আশু প্রয়োজন। মন্ত্রী আমাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠক আয়োজনের চিঠি চেয়েছেন। সেটা আমরা আজই পাঠিয়ে দিচ্ছি।’
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা