কলকাতা

সেনাবাহিনীর নাম করে প্রতারণার ছক, উপস্থিত বুদ্ধিতে রক্ষা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘সেনাবাহিনী থেকে বলছি। আমাদের গাড়ি দুর্ঘটনা হয়েছে। শিগগির কিছু ওষুধ লাগবে। ওষুধের নাম পাঠাচ্ছি, তাড়াতাড়ি বিল করুন। আমাদের এগজিকিউটিভ ওষুধ আনতে যাচ্ছেন’। ফাঁদ পেতে সাইবার প্রতারণার নতুন ছক কষেছিল প্রতারকরা। কিন্তু আগরপাড়ার ওষুধ ব্যবসায়ীর উপস্থিত বুদ্ধি প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তাঁকে। সাইবার অপরাধের তদন্তকারীরা ব্যবসায়ীর উপস্থিত বুদ্ধির তারিফ করছেন। পুলিস জানিয়েছে, অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত লেনদেনের আগে সাধারণ মানুষ সচেতন হলে এই ধরনের প্রতারণা অনেকটাই রুখে দেওয়া সম্ভব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়া নর্থ স্টেশন রোডে ওষুধের দোকান রয়েছে জয়ন্ত রায়চৌধুরী ওরফে বান্টির। বুধবার সকালে তাঁর মোবাইলে ফোন আসে। তখন তিনি দোকানেই ছিলেন। এক মহিলা নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বলেন, আমাদের এখানে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। কিছু ওষুধ লাগবে। বান্টিবাবু ওষুধের নাম জানতে চাইলে হোয়াটসঅ্যাপে তা লিখে পাঠিয়ে দেন তিনি। সেইসঙ্গে তাঁকে দ্রুত বিল করতে বলেন। টাকার অঙ্কও জেনে নেন। বান্টিবাবু জানান ৩ হাজার ৩০০ টাকার বিল হয়েছে। এরপর তিনি অনলাইনে টাকা পাঠানোর কথা বলেন। প্রথমে বান্টিবাবুর ফোনে এক টাকা পাঠায় প্রতারকরা। সেই মেসেজ তাঁর ফোনে ঢোকে। পরমুহূর্তেই ঢোকে ১৩ হাজার ৩৩৩ টাকা। এরপর প্রতারকরা জানায়, ভুল করে ১০ হাজার টাকা বাড়তি চলে গিয়েছে। ওই টাকা অনলাইনেই পাঠিয়ে দিন। এটা যে প্রতারকদের ফাঁদ হতে পারে, তা দ্রুত আন্দাজ করেন তিনি। কারণ, ওই টাকা ঢোকার মেসেজ এসেছে একটি ব্যক্তিগত নম্বর থেকে। ব্যাঙ্কিং সার্ভারের অটো জেনারেট মেসেজ নয়। এরপর তিনি ওই মহিলাকে ফোনে বলেন, আপনারা এসে বাড়তি টাকা নগদে নিয়ে যান। এই কথা শুনে প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয়। জয়ন্তবাবু বলেন, সেনাবাহিনীর কথা শুনে, হোয়াটসঅ্যাপে সেনাবাহিনীর প্রতীকের ছবি দেখে আমারও শ্রদ্ধাবোধ জেগেছিল। আমি তাড়াতাড়ি বিল করে ওষুধ দিতে চেয়েছিলাম। প্রতারণা ধরে ফেলায় বেঁচে গিয়েছি।
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা