কলকাতা

বিবিটি রোডে দিব্যি চলছে ট্রাক পার্কিং, কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পুলিসের

সংবাদদাতা, বজবজ: জেলা প্রশাসনের কড়া নির্দেশ– বজবজ ট্রাঙ্ক রোডের কোনও অংশে পণ্যবাহী ট্রাক বা গাড়ি পার্কিং করা যাবে না। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বজবজ পুরসভার ৬ নম্বর গেট থেকে রাস্তার ধারে বেআইনিভাবে পণ্যবাহী গাড়ি পার্কিং করা হচ্ছে। ফলে রোজ ৬ নম্বর গেট থেকে চড়িয়ালের দিকে যাওয়ার রাস্তায় ভয়ঙ্কর যানজট হচ্ছে। ভুক্তভোগীদের কথায়, আধ ঘণ্টা বা তার বেশি এই যানজটে আটকে থাকতে হচ্ছে। দীর্ঘ লম্বা লাইন পড়ে যাচ্ছে বিবিটি রোডের উপর। বজবজ স্টেশনে ডাউন ট্রেন এসে দাঁড়ালে এটা বেশি হয়। তখন শ’য়ে শ’য়ে মানুষ গাড়ি, রিকশ, অটো, টোটো, মোটরবাইকে বিবিটি রোড স্তব্ধ হয়ে যায়। এমনিতে ৬ নম্বর গেট থেকে চড়িয়াল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার মাঝেমধ্যেই খানাখন্দ হয়ে রয়েছে। এর সঙ্গে জলের পাইপ লাইন বসানোর জন্য কেএমডিএ কাজ করায়, রাস্তার অনেকটা এখনও ক্ষতিগ্রস্ত। রাস্তা আরও অপরিসর হয়ে গিয়েছে। এতে নিত্যযাত্রী ও আমজনতার দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন পুর কর্তৃপক্ষ ও পুলিস কর্তারাও। এক পুলিস কর্তারা কথায়, এর আগেও এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন দিন দশেক গাড়ি থাকে না। কিন্তু তারপর আবার যে কে সেই অবস্থা হয়ে যায়।
পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, এটা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। পুলিস ব্যবস্থাও নিয়েছে। কিন্তু কিছুদিন সব ঠিক থাকলেও, ফের আইন ভাঙা শুরু হয়। এই সব পণ্যবাহী গাড়ির জন্য সুভাষ উদ্যানের ভিতর ট্রাক টার্মিনাল রয়েছে। কিন্তু সেখানে কিছুতেই গাড়ি নিয়ে যাচ্ছেন না এঁরা। এটা পুলিসকে কড়া হাতে মোকাবিলা করতে হবে। তবে জলের পাইপলাইনের কাজে ক্ষতিগ্রস্ত রাস্তা কেএমডিএ মেরামত করে দেবে। টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। আর ডায়মন্ডহারবার পুলিস জেলার  ডিএসপি (শিল্প) নিরুপম ঘোষ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এবার কড়া হাতে মোকাবিলা করবে পুলিস।  
10Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা