কলকাতা

৪৫ শতাংশ ক্ষেত্রে মানসিক সমস্যার কারণ বায়ুদূষণ, বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় দূষণ প্রতিরোধ দিবসে শহরের মানুষের উপর বায়ুদূষণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিকিত্সক মহল। সম্প্রতি একটি আলোচনা সভায় চিকিত্সকরা বলেন, বায়ুদূষণ শুধু শরীরে প্রভাব ফেলে না। মানসিক অসুস্থতারও কারণও হয়ে দাঁড়ায়। ফুসফুস বিশেষজ্ঞ চিকিত্সক অরূপ হালদার দূষণ সংক্রান্ত একটি সমীক্ষা তুলে ধরে বলেন, ‘শহরের ৪৫ শতাংশ মানুষ বায়ুদূষণের কারণে মানসিক সমস্যার শিকার।’
চিকিত্সকদের পরামর্শ, বাইরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখা সাধারণের হাতে নেই। কিন্তু নিজের বাড়ির অন্দরের দূষণ নিজেদের হাতেই থাকে। কীভাবে? চিকিত্সক অরূপ হালদার বলছিলেন, ‘মশা মারার ধূপ, ধূমপান বন্ধ করলে বাড়ির অন্দরের দূষণ নিয়ন্ত্রণে থাকে। দেখা গিয়েছে, বাড়ির অন্দরে মশার জন্য ৫০ শতাংশ মানুষ ধূপ ব্যবহার করেন। এটি ক্ষতিকর।’ বিকল্প হিসেবে মশারি ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। পিজি হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট, রেডিয়েশন অঙ্কোলজি সৈরিন্ধ্রি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। ব্যক্তিগত গাড়ির বদলে পুলকার ব্যবহার করা দরকার। গাড়ির নিয়মিত পরীক্ষাও দরকার।’ পাশপাশি তিনি মনে করিয়ে দেন, ‘একজন পূর্ণবয়স্ক ব্যক্তির বেঁচে থাকার জন্য অন্যান্য সমস্ত কিছুর চেয়ে বায়ুর প্রয়োজন সবচেয়ে বেশি। তাই বায়ুদূষণ রোধ করা অত্যন্ত প্রয়োজন।’ চিকিত্সক সুমন মল্লিক বলেন, ‘ইদানিং ধূমপান করেন না এমন মানুষদেরও ফুসফুসের সমস্যা দেখা দিচ্ছে। এটার জন্য দায়ী বায়ুদূষণ।’ চিকিত্সক শঙ্করনাথ ঝা নিয়মিত একিউআই মনিটারিংয়ের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে হওয়া এই সভায় চিকিত্সক সংযুক্তা দত্ত উদাহরণ দিয়ে বলেন, ‘বাচ্চাদের ফুসফুসজনিত সমস্যা বেড়েছে। অল্পবয়সে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সংখ্যা বাড়ছে। শীত পড়লেই চারদিকে কাঠ পোড়ানো, আবর্জনা পোড়ানো শুরু হয়ে যায়। এগুলি বন্ধ হওয়া দরকার।’
12Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা