কলকাতা

হাসপাতাল থেকে উধাও খুনে অভিযুক্ত বাকিবুর! গোসাবায় তুমুল রহস্য

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি মুছাক আলি মোল্লার খুনের ঘটনার পর দু’দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত ঠিকাদার বাকিবুর মোল্লা। তিনি কোথায় আছেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কারণ, যে হাসপাতালে ওই ঠিকাদার ভর্তি ছিলেন, সেখান থেকে তিনি উধাও হয়ে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনার দিন মুছাক আলিকে মারধরের সময় তাঁর পাল্টা প্রতিরোধে আহত হয়েছিলেন বাকিবুর। তাঁর কয়েকজন সঙ্গী তাঁকে গোসাবার ছোট মোল্লাখালির একটি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেটি একেবারে সুন্দরবন উপকূল থানার পাশেই। পুলিস বিষয়টি জানত। তাই তাঁকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিল। কিন্তু তার মধ্যেই সুযোগ বুঝে কীভাবে সে পালিয়ে গেল, সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মৃত তৃণমূল নেতার পরিবার। পুলিসি গাফিলতির অভিযোগ তুলেছে তারা। স্থানীয় লোকজনরা জানান, গুরুতর আহত হয়ে যখন বাকিবুর হাসপাতালে যান, তখনও মুছাক আলির মৃত্যু হয়নি। ঠিকাদারের প্রাথমিক চিকিৎসা শুরু হতেই তাঁর কিছু লোকজন খবর দেন যে, মুছাক আলির মৃত্যু হয়েছে। গ্রেপ্তারির ভয়ে তখনই হাসপাতাল থেকে পালানোর ছক করেন তিনি। এরপরই সবার নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই অভিযুক্ত। এই খুনের ঘটনায় এখনও সরকারিভাবে কোনও মন্তব্য করেনি বারুইপুর পুলিস জেলা। যদিও এই প্রসঙ্গে পুলিসের একাংশ জানিয়েছে, সব জায়গায় অভিযান চলছে। শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে। এদিকে মৃতের পরিবার মোট ১৯ জনের নামে অভিযোগ দায়ের করেছে। কেন সবাই এখনও ধরা পড়েনি, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। দ্রুত তাদের ধরা না গেলে, এলাকায় জনরোষ তৈরি হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।  পরিবারের এক সদস্য বলেন, রাস্তা অবরোধ থেকে থানার সামনে বিক্ষোভ, ঘেরাও ইত্যাদি হবে। পুলিস দ্রুততার সঙ্গে অভিযুক্তদের ধরুক, সেটাই আমাদের দাবি। এদিকে, খুনের ঘটনায় এলাকার বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের স্ত্রী। যদিও এ ব্যাপারে বিধায়কের বক্তব্য, তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে কেউ ওনাকে প্রভাবিত করেছে।  
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা