কলকাতা

ফের দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত ভবঘুরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ডায়মন্ডহারবার রোড। ফের বাসের ধাক্কা পথচারীকে। ফের মৃত্যু। এই নিয়ে চলতি ক্যালেন্ডার বর্ষে ৮টি প্রাণ কেড়ে নিল শহরপ্রান্তের এই জাতীয় সড়ক। 
রবিবার ভরসন্ধ্যায় বেহালা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ম্যান্টন ক্রসিংয়ের কাছে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। তাঁর নাম কবিতা দাস (৫৫)। লালবাজার জানিয়েছে, তাঁকে দেখে ভবঘুরে বলেই মনে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকায় প্রৌঢ়াকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যেত। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন তিনি। তখনই ধর্মতলা থেকে রায়চকগামী একটি বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন তিনি। দ্রুত ঘটনাস্থলে আসেন ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ডের সার্জেন্টরা। জখম অবস্থায় ওই মহিলাকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 
লালবাজার জানিয়েছে, দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক। তার খোঁজ চালাচ্ছে বেহালা থানার পুলিস। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কীভাবে ঘটনাটি ঘটল, তাও খতিয়ে দেখেছেন তাঁরা। বেসরকারি বাসটিকে আটক করেছে বেহালা থানা। পুলিস সূত্রে খবর, বেসরকারি বাসটির ইনসিওরেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাসটির দূষণ সংক্রান্ত বৈধ কাগজেরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কীভাবে বিধি ভেঙে এই বাস শহরের রাস্তায় চলছিল, তা দেখছেন তদন্তকারীরা। বাসের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নভেম্বর মাসেই এনিয়ে চারটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল ডায়মন্ডহারবার রোডে। তার মধ্যেই তিনটিই ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকায়।
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা