কলকাতা

সাইবার ক্রাইম রুখতে প্রবীণদের সচেতনতার পাঠ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেড়েই চলেছে সাইবার ক্রাইম। মানুষকে ফাঁদে ফেলতে চেনা ছক বদলে নতুন নতুন কৌশল করছে অপরাধীরা। ফলে, দেশজু঩ড়ে প্রতারকদের খপ্পরে পড়ছেন লক্ষ লক্ষ মানুষ। সাইবার প্রতারকদের থেকে রেহাই পাচ্ছেন না প্রবীণরাও। তাঁদের অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। তাই এবার প্রবীণ নাগরিকদের জন্য নয়া উদ্যোগ নিল বিধাননগর পুলিস কমিশনারেট। সাইবার ক্রাইম রুখতে এবার থেকে কমিশনারেটের অন্তর্গত প্রতিটি থানায় প্রবীণদের সচেতনতার পাঠ দেওয়া হবে। যাতে তাঁরা প্রতারকদের খপ্পরে না পড়েন। পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের প্রবীণরা।
বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সাইবার ক্রাইম রুখতে সারা বছর সচেনতামূলক প্রচার করা হয়। ‘সাইবার দিদি বলছে শোনো’ বলে কমিশনারেটের ফেসবুক পেজে নিয়মিত সচেতন করার প্রক্রিয়া শুরু হয়েছে। সাইবার অপরাধের জন্য পৃথক নম্বরও চালু করা হয়েছে। এবার নতুন করে সংযোজন হল প্রবীণদের সচেতন করা। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রথমদিকে এটিএমের পিন নম্বর হাতিয়ে টাকা লোপাট করত প্রতারকরা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতারণা শুরু করেছে তারা। নানা ধরনের নিত্য নতুন ফাঁদ পাতছে। শহরের অনেক প্রবীণ মানুষ সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন। অনেকে বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন।
পুলিস জানিয়েছে, আধারের বায়োমেট্রিক লক করা না থাকলে এখন প্রতারকরা টাকা তুলে নিতে পারছে। তাই এ নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। কারণ, অনেকে বুঝতে পারছেন না, কীভাবে তাঁরা বায়োমেট্রিক লক করবেন। প্রবীণদের সচেতনতার পাঠে এই লক করার কৌশল শেখানো হবে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিধাননগর কমিশনারেট এই কর্মসূচি শুরু করেছে। প্রথমদিন অনুষ্ঠিত হয়েছে সল্টলেকের বিধাননগর উত্তর থানায়। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘প্রবীণ নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা’। সেখানে উপস্থিত প্রবীণদের বায়োমেট্রিক লক করা শেখানো হয়েছে। পাশাপাশি, সম্প্রতি সময়ের বিভিন্ন সাইবার অপরাধের কৌশল তুলে ধরা হয়। 
এক পুলিস আধিকারিক বলেন, কমিশনারেটের সমস্ত থানা এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে। যাতে সকলেই উপকৃত হন। - নিজস্ব চিত্র
14Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা