কলকাতা

ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে নৃত্যশিক্ষকের সর্বস্ব লুটপাট 

স্বার্ণিক দাস, কলকাতা: কলকাতার পাসপোর্ট অফিসে দু’জনের প্রথম সাক্ষাৎ। ৪২ বছরের নৃত্য শিক্ষকের সঙ্গে ২৫ অনূর্ধ্ব যুবকের প্রথম সাক্ষাতেই ফোন নম্বর আদান-প্রদান হয়। তারপর থেকেই শুরু হয় নিয়মিত কথাবার্তা। ঩তৈরি হয় গভীর বন্ধুত্ব। প্রতি রাতেই চলত হোয়াটসঅ্যাপ কল। আচমকাই যেচে ওই নৃত্য শিক্ষকের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়ার নিমন্ত্রণ চেয়ে বসে ওই যুবক। এমনকী সে কী খাবে, সেটাও সে বলে দেয়। মেনুতে ছিল বিরিয়ানি ও কোল্ড ড্রিঙ্কস। খাওয়ার টেবিলে খেল দেখাল যুবক। কোল্ড ড্রিঙ্কসে মাদক মিশিয়ে অজ্ঞান করে নৃত্য শিক্ষকের মোবাইল, আংটি, নগদ টাকা নিয়ে চম্পট দিল সেই ‘বিশেষ-বন্ধু’। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। পলাতক যুবকের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পুলিসের। 
বিশ্বস্ত সূত্রের খবর, হাজরার মনোহরপুকুরের বাসিন্দা অবিবাহিত ওই নৃত্য শিক্ষক। তিনি দক্ষিণ কলকাতার বেশ কিছু নামী বেসরকারি স্কুলে নাচ শেখান। তাঁর নিজেরও একটি কোচিং সেন্টারও রয়েছে। বাড়িতে বাবা রয়েছেন। সম্প্রতি তিনি পাসপোর্ট রিনিউ করাতে যান। সেখানেই এক সুদর্শন যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। পুলিস জানাচ্ছে, ওই যুবক ফর্সা,  উচ্চতায় প্রায় ৬ ফুট। অপরিচিত হলেও দু’জনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পুলিসের কাছে নৃত্য শিক্ষকের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তাঁর আর কিছু মনে নেই। জ্ঞান এলে দেখেন, হাতের আংটি গায়েব। টেবিলে থাকা তাঁর দামি আইফোন খোয়া গিয়েছে। মানিব্যাগে থাকা ৫ হাজার টাকাও নেই। লুট হয়েছে বুঝতে পেরে দ্রুত টালিগঞ্জ থানার দ্বারস্থ হন তিনি। 
লালবাজার সূত্র জানিয়েছে, অভিযোগকারীর মোবাইলটি চুরি হওয়ায় অভিযুক্তের মোবাইল নম্বরটি পাওয়া যায়নি। তাই টাওয়ার লোকেশন সন্ধান করা সম্ভব হচ্ছে না। 
দু’জনের মধ্যে একমাস যাবৎ যা কথা হয়েছে, সবটাই হোয়াটসঅ্যাপে, তাই কল রেকর্ড পাওয়াও যাচ্ছে না। এহেন প্রতিকূলতা সত্ত্বেও বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করছেন তদন্তকারীরা। সেটির সঙ্গে পাসপোর্ট অফিসের ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ওই নৃত্য শিক্ষক পুলিসকে জানিয়েছেন, অভিযুক্তের ফোন নম্বরটি শুরু +৮৮০ (আইএসডি কোড) দিয়ে। সেই সূত্রেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক বাংলাদেশি। জানা গিয়েছে, ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগের একটি টিম বাংলাদেশে হানা দিয়েছে যুবকের সন্ধানে। নেপথ্যে কোনও বড়সড় গ্যাং রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
12Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা