কলকাতা

চাঁদনি চকের বিল্ডিংয়ে আগুন, ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ভরসন্ধ্যায় শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার রাতে চাঁদনি চকের একটি অফিস বিল্ডিংয়ে আগুন লাগে। খবর পেয়ে দফায় দফায় ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসুও। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। 
স্থানীয় সূত্রে দাবি, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ আচমকা ওই বিল্ডিংয়ের ভিতর থেকে আগুনের ফুলকি দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ওই বাড়ির একতলা থেকে তিনতলার ঘরে ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। নানা ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুনের উৎসস্থলে পৌঁছতে সময় লেগে যায় দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। জানা গিয়েছে, ওই বাড়িতে কম্পিউটার, ল্যাপটপের দোকান ও গুদামঘর রয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, একতলায় প্রথমে আগুন লাগে। তারপর বিদ্যুতের তার ধরে আগুন তিনতলায় ছড়িয়ে পড়ে। দমকলমন্ত্রী বলেন, ভিতরে প্রচুর ইলেকট্রনিকস সরঞ্জাম থাকায় প্রথমে আগুন নেভানোর কাজ করতে সমস্যা হয়। ভিতরে একটি দেওয়াল ভাঙতে হয়েছে। তারপরেই আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় রাতের দিকে আগুন পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব হলেও প্রায় মধ্যরাত পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। 
রবিবার ছুটির দিন থাকায় চাঁদনি চকের ওই রাস্তায় লোকজনের আনাগোনা তেমন ছিল না। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।  নিজস্ব চিত্র
14Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা