কলকাতা

প্রথম দিনই মনোনয়নপত্র তোলার হিড়িক
সব দলই শুরু করল দেওয়াল লিখন

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই দেওয়াল লিখতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। দল যেহেতু প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তাই প্রার্থীর নাম ছাড়াই দেওয়ালে দেওয়ালে ফুটতে শুরু করেছে ঘাসফুল। সঙ্গে লেখা এই চিহ্নে ভোট দিন।
ভোট উৎসবের ঢাকে কাঠি পড়তেই দেওয়ালে দেওয়ালে তার উদযাপন দেখা গিয়েছে। শুক্রবার চুঁচুড়ার একাধিক জায়গায় দেওয়াল লেখা হয়েছে। পাশাপাশি, এদিন সকাল থেকেই মনোনয়নপত্র তোলার হিড়িক পড়েছে হাওড়া ও হুগলির জেলার প্রায় সব ব্লকে। তবে অভিযোগ, অনেকেই মনোনয়নপত্র তুলতে পারেননি। এ নিয়ে বিরোধী দলের নেতৃত্ব অব্যবস্থার অভিযোগ তুলেছে। নজর করার মতো বিষয় হল, প্রার্থীদের নাম ঘোষণা না হলেও তৃণমূলের অনেকেই বিরোধীদের সঙ্গে ভিতরে ঢুকে গোপনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একটা সময় মনোনয়নপত্র তোলা নিয়ে রীতিমতো লুকোচুরি খেলা চলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে।
তৃণমূল কংগ্রেসের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, আমরা দেবানন্দপুরের হলুদপুলে প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখন করেছি। তালিকা ঘোষণা হলে শুধু প্রার্থীর নাম বসিয়ে দেওয়া হবে। এছাড়াও জেলার অন্যত্র একাধিক দেওয়াল লেখা হয়েছে। শনিবার গোটা জেলায় একযোগে দেওয়াল লেখার কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত। প্রার্থীদের নাম ঘোষণা হলেই দ্রুত মনোনয়নপত্র পেশ করা হবে। বিজেপি’র হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ইচ্ছাকৃতভাবে অনেকে ব্লকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। অথচ তার জন্য চালান কাটা হয়েছে। জেলা প্রশাসন আমাদের জানিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন থেকে এখনও নির্দেশিকা এসে পৌঁছয়নি।
বৃহস্পতিবার থেকে রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। আর এদিন সকাল থেকেই হুগলি ও হাওড়ার ব্লকগুলিতে মনোনয়নপত্র সংগ্রহের ভিড় দেখা গিয়েছে। সেই তালিকায় শাসক থেকে বিরোধী, সকলেই আছেন। হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া-মগরা, শ্রীরামপুর, সিঙ্গুর, হরিপাল সহ একাধিক ব্লকে এদিন মনোনয়নপত্র তুলেছেন ভোট প্রত্যাশীরা। চুঁচুড়া-মগরা ব্লকে মনোনয়নপত্রের জন্য চালান কাটা হলেও মনোনয়নপত্র না মেলায় উত্তেজনা তৈরি হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, হাওড়ার ডোমজুড়, সাঁকরাইল, বালি-জগাছা সহ একাধিক ব্লকে মনোনয়নপত্র সংগ্রহে ভিড় চোখে পড়েছে। প্রথম দিনই হাওড়ার গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েতে ২৭টি এবং পঞ্চায়েত সমিতিতে একটি মনোনয়নপত্র জনা পড়েছে। প্রশাসন সূত্রে খবর, পাঁচলা ব্লকে ২০ জন, জগৎবল্লভপুরে পাঁচজন এবং সাঁকরাইলে দু’জন গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল, পাঁচলা ও সাঁকরাইল ব্লক। কারণ, রাজ্যের শাসকদল এখনও প্রার্থীদের নাম ঘোষণা না করলেও পাঁচলায় গ্রাম পঞ্চায়েত আসনে ১০ জন এবং সাঁকরাইলে পঞ্চায়েত সমিতি আসনে একজন তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
15Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা