কলকাতা

আনোয়ার শাহ মোড়ে লরির
ধাক্কায় মৃত সাইকেল চালক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনোয়ার শাহ ও দেশপ্রাণ শাসমল রোড ক্রসিংয়ে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। রবিবার রাত পৌনে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লালবাজার জানিয়েছে, মৃতের নাম মহেশ শাহ (৪৫)। তিনি কর্মসূত্রে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, এই ব্যক্তি বিহারের বৈশালী জেলার বাসিন্দা। 
মহেশ একটি হোটেলে রান্নার কাজ করতেন। প্রতিদিন কাজের পর সাইকেলে চড়ে নরেন্দ্রপুরের বাড়িতে যেতেন। এদিনও রাতে সেই পথেই যাচ্ছিলেন তিনি। আনোয়ার শাহ ক্রসিং পার হওয়ার সময় একটি লরি এসে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের পুলিস। সাইকেল আরোহীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় চারু মার্কেট থানা। মৃতের পরিবারকে খবর দেয় পুলিস। অন্যদিকে চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে থানা। এর পাশাপশি সোমবার দুপুরে নারকেলডাঙা থানা এলাকায় ট্যাক্সির ধাক্কায় জখম হয় এক শিশু। জেএন রায় হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, শিশুটির বাঁ পায়ে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
15Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা