কলকাতা

ইস্তফা দিতে বলছি না,
সত্যিটা জানান
কাঠগড়ায় বিজেপি, সব বিরোধীর হয়ে ব্যাটন ধরলেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিককালের বৃহত্তম রেল দুর্ঘটনা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। রেলের পরিকাঠামো এবং যাত্রী সুরক্ষার প্রশ্নে মোদি সরকারের দাবি যে কতটা অসাড়, তা এই ঘটনায় প্রমাণিত বলে তোপ দাগছে বিরোধীরা। আর তাদের সবার হয়ে ব্যাটন ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা জাতীয় রাজনীতির অন্যতম বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জন্য রেলমন্ত্রীর ইস্তফা না চাইলেও ‘সত্য’ সামনে আনার দাবি তুলেছেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘রেলমন্ত্রীকে ইস্তফা দিতে বলছি না। কিন্তু সত্যটা সামনে আনা হোক। ডাল মে কুছ কালা হ্যায়।’ তবে দুর্ঘটনার পিছনে নাশকতার আশঙ্কা খারিজ করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ওড়িশা সরকার তো এ ব্যাপারে কিছু বলেনি। নাশকতা হলে যেসব চিহ্ন থাকত, তা এখানে ছিল না। এক দিনে এসব তদন্ত হয় না। রেল সেফটি কমিশনের তদন্তে অন্তত তিন মাস সময় লাগে।’ 
এদিন কালীঘাটে নিজের বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার জন্য তিনি সরাসরি রেলমন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁর দাবি, ‘রেলের অবহেলার জন্যই দুর্ঘটনা হয়েছে। নিজেদের মধ্যে কোনও সমন্বয় ছিল না। একসঙ্গে এতগুলো ট্রেন কীভাবে কাছাকাছি চলে আসে? বিজেপি সরকার রেলকে জলাঞ্জলি দিয়েছে। রেলের পৃথক বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে। রেলের উন্নয়নে অর্থ বিনিয়োগ না করে নিজের নামে স্টেডিয়াম, যাগযজ্ঞে খরচ করা হচ্ছে। রেল বেচে দিচ্ছে ওরা। এর জন্য লজ্জা হওয়া উচিত।’ যাত্রী সুরক্ষায় বর্তমান সরকার কিছুই করেনি বলে অভিযোগ তাঁর। করমণ্ডল এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে কেন অ্যান্টি কলিশন ডিভাইস থাকবে না, সেই প্রশ্ন এদিনও তোলেন মমতা। যদিও ওই ব্যবস্থা থাকা বা না থাকা এক্ষেত্রে কোনও বিষয় নয় বলে দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার ঢঙে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দুঘর্টনার পরের দিন এসব আমি বলতে চাইনি। কিন্তু বলতে বাধ্য হচ্ছি। কারণ, বিজেপি ফেক নিউজ ছড়িয়ে বলছে মমতা, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবরা রেলমন্ত্রী থাকার সময় কত বেশি মানুষ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমি রেলমন্ত্রী থাকার সময় ৩০০০ জন দুর্ঘটনায় মারা গিয়েছে বলেও প্রচার করা হচ্ছে।’ জ্ঞানেশ্বরী সহ কয়েকটি দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, মোট ৩০০ জনের মৃত্যু হয়েছিল তাঁর সময়। 
15Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা