কলকাতা

মৃত্যু, আহত ও নিখোঁজ সর্বাধিক,
ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ সুন্দরবন

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ সুন্দরবন। সরকারের তরফে যে হিসেব দেওয়া হয়েছে, তাতে এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা থেকে মারা গিয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে সুন্দরবনের নানা অঞ্চল থেকে রয়েছেন ১৪ জন। আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক বেশি এইসব জায়গায়। মৃত্যুর মুখ থেকে ফেরার আনন্দ যেমন দিয়েছে কিছু পরিবারকে, তেমনই বহু পরিবার এখনও শোকে বিহ্বল। জেলা প্রশাসনের তরফে আহত ও নিহতদের ফিরিয়ে আনার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। 
শনিবার রাত ১১টা পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ১০৫ জন। এছাড়া নিখোঁজ এখনও ৪১ জন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে নিরাপদে বাড়ি ফেরার সংখ্যা ৩০। বাসম্তী, ক্যানিং-১, কাকদ্বীপ এবং মৈপীঠের মোট ন’জন মারা গিয়েছেন। তার মধ্যে শুধু বাসন্তী থেকেই রয়েছে ছ’জন। আহত ট্রেনযাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি ক্যানিং-১, বাসন্তী এবং গোসাবা এলাকায়। নিখোঁজদের মধ্যে ১৩ জন কাকদ্বীপের বাসিন্দা। এর বাইরে মগরাহাট-১ এবং বারুইপুরের বাসিন্দাও আছেন মৃতের তালিকায়।  
যাঁদের খোঁজ রাত পর্যন্ত মেলেনি, তাঁদের পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছেন। যেমন রাজপুর-সোনারপুর পুরসভা এলাকা থেকে করমণ্ডল এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন তিনজন। তাঁদের মধ্যে সোনারপুর ময়লাপোতার যুবক সুকান্ত হালদার নামে একজনের খোঁজ মিললেও, তাঁর সঙ্গী দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি নামে অন্য দুই যুবকের হদিশ মেলেনি। এছাড়া গোসাবা এবং বাসন্তীরও একাধিক বাসিন্দার খোঁজ মিলছে না। অন্যদিকে, জেলা প্রশাসন পর্যাপ্ত গাড়ি ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আহতদের জন্য এমআর বাঙুর, বিদ্যাসাগর এবং বাঘাযতীন হাসপাতালে মোট ৫০টি বেডের আয়োজন করা হয়েছে। 
এদিকে, উস্তির যুবক আসিফ দর্জির কাজ করতে দিন ১৫ আগে বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু গিয়েছিলেন। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। কয়েকদিন বাদেই তাঁর প্রসবের দিন নির্দিষ্ট হয়েছে। তাই তড়িঘিড়ি বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার কবলে পড়ে তিনি ও তাঁর সঙ্গী দু’জন গুরুতর জখম হন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই আসিফের মৃত্যু হয়। শুক্রবার রাতে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছেছে বাড়িতে। 
16Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা