কলকাতা

মহেশতলায় হদিশ নামী রং
কোম্পানির নকল কারখানা
তদন্তে মুম্বইয়ের বেসরকারি গোয়েন্দারা, ধৃত ১ 

সংবাদদাতা, বজবজ: একটি নামী রং কোম্পানির সামগ্রী নকল করে দক্ষিণ শহরতলি জুড়ে বিক্রি করছিল মহেশতলার একটি সংস্থা। শনিবার মহেশতলা থানার সহযোগিতা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি গোয়েন্দা দল ওই সংস্থার কারখানায় হানা দেয়। উদ্ধার হয় সেই সব নকল সামগ্রী। এর ভিতর পুট্টি, এবং রঙের নানা আকারের কৌটো রয়েছে। কারখানার একজনকে গ্রেপ্তারও করেছে পুলিস। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পালান শিল্পতালুকে নকল ওই রং তৈরির কারখানা রয়েছে। গত কয়েক বছর ধরে এই কারখানাতে তৈরি হচ্ছে ওই নামী কোম্পানির নকল পুট্টি ও প্রাইমার। এখান থেকে সেসব গোটা দক্ষিণ শহরতলির দোকানে দোকানে চলে যেত। সেগুলি যে নকল, তা কেউ ধরতে পারত না। কারণ সব সামগ্রীর গায়েই ওই নামী সংস্থার নাম ও লোগো থাকত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে দক্ষিণ শহরতলিতে ওই কোম্পানির সামগ্রীর চাহিদা একেবারে কমে যায়। কেন চাহিদা কমে গেল, তা সন্ধান করার জন্য মুম্বইয়ের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করা হয়। তাদের একটি দল কলকাতায় গোপনে এসে তদন্ত শুরু করে। তখনই তারা জানতে পারে নকল সামগ্রী তৈরির বিষয়টি। এরপর মহেশতলার বিভিন্ন রং বিক্রির দোকানে অনুসন্ধান করে পালান শিল্প তালুকে ওই নকল কারখানার হদিশ মেলে। তদন্তে নেমে জানা যায়, এই নকল সামগ্রীর দামও অনেকটা কম রাখা হয়েছিল। পুলিস জানিয়েছে, প্রচুর নকল সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে কোথায় কোথায় তা বিক্রি হতো, তা জানার চেষ্টা করা হবে।
15Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা