বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উলুবেড়িয়ায় রাস্তার কাজের
সূচনা করলেন মন্ত্রী পুলক 
পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প

সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার রাজ্য সরকারের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে হাওড়া জেলার ২৭২টি রাস্তার কাজের সূচনা হল। এগুলির মোট দৈর্ঘ্য ২৬৫.৭৯ কিলোমিটার, তৈরি করতে খরচ হবে প্রায় ৯০ কোটি টাকা। প্রশাসন সূত্রে খবর, হাওড়া জেলায় মোট রাস্তা হবে ৩৪৭টি। সেগুলির দৈর্ঘ্য ৩৫২ কিলোমিটার, তৈরির খরচ ১২১ কোটি টাকার বেশি। মঙ্গলবার ২৭২টির কাজের সূচনা হয়েছে। বাকি কাজ খুব শীঘ্র শুরু হবে।
এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় উলুবেড়িয়া ১ নং ব্লকের ভেটপোতা এলাকায় । এখানে প্রকল্পটির সূচনা করেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার স্বাথী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীককুমার ঘোষ, উলুবেড়িয়া ১-এর বিডিও নীলাদ্রিশেখর দে প্রমুখ। ভেটপোতা থেকে ছোট আমসা পর্যন্ত ১.৭৫ কিলোমিটার রাস্তাটির কাজের সূচনা করেন পুলক রায়। এজন্য খরচ হবে ৮৭ লক্ষ টাকার বেশি। প্রশাসন সূত্রে খবর, এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। তৈরি হয়ে গেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধূলাসিমলা, তপনা এবং বহিরা গ্রাম পঞ্চায়েতের ১০ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
মন্ত্রী বলেন, আজ যে রাস্তাগুলির কাজের সূচনা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে সেগুলির কাজ শেষ হবে। এদিন তিনি অভিযোগ করেন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে দেড় বছর ধরে রাজ্যের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। এমনকী কাজও দেওয়া হচ্ছে না। যদিও বাংলার মুখ্যমন্ত্রী এইসব মানুষগুলির কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগেই তাদের কাজের ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত, এদিন আমতা ১ নং ব্লকে ২৫টি, ২ নং ব্লকে ২৬টি, বাগনান ১ নং ব্লকে ১১টি, ২ নং ব্লকে ৩টি, বালি জগাছা ব্লকে ১৬টি, ডোমজুড় ব্লকে ২৪টি, জগৎবল্লভপুর ব্লকে ১১টি, পাঁচলা ব্লকে ২১টি, সাঁকরাইল ব্লকে ৪২টি, শ্যামপুর ১ নং ব্লকে ২১টি, ২ নং ব্লকে ১৫টি, উদয়নারায়ণপুর ব্লকে ২২টি, উলুবেড়িয়া ১ নং ব্লকে ২১টি এবং উলুবেড়িয়া ২ নং ব্লকে ১৪টি রাস্তার কাজের সূচনা হয়। 
21Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা