বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যালেঞ্জ ছুড়তে তৈরি লাল-হলুদ ব্রিগেড

শিবাজী চক্রবর্তী, কলকাতা: উদ্বিগ্ন মুখ। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে  প্র্যাকটিসের মাঝপথে হিজাজি মাহের মাঠ ছাড়তেই  বুক কেঁপে উঠল হাতে গোনা ইস্ট বেঙ্গল সমর্থকের। কোচ অস্কার ব্রুজোঁর ইশারায় তড়িঘড়ি ছুটলেন ফিজিও। জর্ডনের ডিফেন্ডারের সঙ্গে কথা বলে তিনি ডান হাতের বুড়ো আঙুল তুলে দেখালেন কোচকে। চোট আহামরি নয়। মাসল স্টিফ হওয়ায় ঝুঁকি না নিয়ে বিশ্রামে পাঠানো হয় হিজাজিকে। সূত্রের খবর, ডার্বি খেলতে তাঁর অসুবিধা হবে না। আসলে চোট আঘাতে মিনি হাসপাতাল ইস্ট বেঙ্গল। প্রথম একাদশ বেছে নেওয়াই দায়। তালাল আগেই ছিটকে গিয়েছেন। সাউল ক্রেসপোও নেই। রাকিপ, প্রভাত লাকরার চোট। সবেধন নীলমণি আনোয়ার অনুশীলনেই আসেননি। পায়ের পাতা আর গোড়ালি পিংপং বলের মতো ফোলা। টিম হোটেলে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অস্কার। আনোয়ারকে বাইরে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন স্প্যানিশ কোচ। হেভিওয়েট মোহন বাগানকে রোখা সম্ভব? অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রর বিরুদ্ধে অস্কারের হাতে গাদা বন্দুক। লাল-হলুদ সেনাপতির কঠিন চোয়াল। মাঠ ছাড়ার আগে বললেন, ‘লড়াই ছাড়ছি না।’ এই নাছোড় স্পিরিটই ইস্ট বেঙ্গলের ভরসা। যুক্তি আর আবেগের দোলাচলে ডার্বির আগে তিরতিরে উত্তেজনা। 
ম্যাচের আগের দিন অনুশীলনে দল নিয়ে ধোঁয়াশা রাখলেন অস্কার। ৩-৫-২ ফর্মেশন কখনও বদলে গেল ৪-৫-১ স্ট্র্যাটেজিতে। লিস্টন, মনবীরদের শুরুর ঝাপটা সামলানো প্রাথমিক লক্ষ্য। লিস্টন কোলাসোকে আটকাবেন কে? স্প্যানিশ কোচ নিশু বা লালচুংনুঙ্গাকে সেঁটে দিতে চান গোয়ানিজ উইঙ্গারের সঙ্গে। মাঝমাঠে সাপ্লাই লাইন কাটতে তাঁর বাজি শৌভিক আর জিকসন। জোড়া বিদেশি স্টপারের উপর ডাবল পিভট তাঁরা। বল সাপ্লাইয়ের দায়িত্ব নাওরেম মহেশ আর ক্লেটনের কাঁধে। বর্ষীয়ান ব্রাজিলিয়ান চলতি মরশুমে লক্ষ্যভেদে ব্যর্থ। চেষ্টা চালালেও ক্লিক করছে না কিছুই। শুক্রবার বেশ কিছুক্ষণ আলাদা করে শুটিং অনুশীলন সারলেন তিনি। গুয়াহাটিতে ক্লেটন কী পারবেন জ্বলে উঠতে? লক্ষ্যভেদের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের বড় ভরসা পিভি বিষ্ণু। কেরালাইট ফুটবলার গতির সঙ্গে ড্রিবল করতে পারেন। কাট করে চকিত শট নিতেও চোস্ত। আশিস রাইকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি তিনি। গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোস ভালো শেপে রয়েছেন। আলড্রেড আর আলবার্তোর ব্যারিকেড এড়িয়ে গোল করতে হলে দিমিকে জ্বলে উঠতেই হবে। প্রতি-আক্রমণে বল হোল্ড করে উইং ব্যাকদের জায়গা করে দেওয়ার দায়িত্ব তাঁকে দিয়েছেন অস্কার। অনেকটা ওয়ার্কলোড নিতে হবে। গ্যাঁটের কড়ি খরচ করে তাঁকে নেওয়া হয়েছে। শনিবারের ডার্বি দিয়ামানতাকোসের অ্যাসিড টেস্ট। এদিকে, এদিন আইএসএলে রেজিস্ট্রেশন করানো হল চাকু মাণ্ডিকে। সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক ছিলেন তিনি।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা