বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

নর্থইস্টকে হারিয়ে শীর্ষে মোহন বাগান

নর্থইস্ট-০         :    মোহন বাগান-২
                           (মনবীর, লিস্টন)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মনবীর-লিস্টনের ফিনিশ, নর্থইস্ট ইউনাইটেড ভ্যানিশ। পাহাড়ে সবুজ-মেরুন ঝলক। দুরন্ত ফুটবলে পেড্রো বেনালি ব্রিগেডকে ২-০ গোলে হারিয়ে ফের আইএসএলের শীর্ষে মোহন বাগান। ট্যাকটিক্যাল লড়াইয়েও টেক্কা দিলেন হোসে মোলিনা। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সবার আগে মোহন বাগান। পক্ষান্তরে জোড়া হারে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নামল নর্থইস্ট। 
কার্ড সমস্যায় আলবার্তো ও শুভাশিস খেলতে পারেননি। তাই রক্ষণে আশিক এবং দীপ্যেন্দুকে নামানো ছাড়া উপায় ছিল না মোলিনার। ডিফেন্সে চাপ কমাতে শুরু থেকেই প্রেসিং ফুটবলের পথে হাঁটার পরিকল্পনা সুপারহিট। ৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ইনসাইড ডজে নর্থইস্টের তিন ফুটবলারকে হার মানান লিস্টন। এক্ষেত্রে গোয়ানিজ ফুটবলারের শট শরীর ছুড়ে বাঁচান গুরমিত সিং। লিড নেওয়ার সুযোগ খোয়ান ম্যাকলারেনও। এই পর্বে দুই প্রান্তে পেন্ডুলামের মতো দুললেন দিমিত্রি। তবে গত মরশুমের সেই ফর্মের ধারেকাছে নেই তিনি।  দিমিরা নর্থইস্টের গোলমুখে শট নিলেন মোট ৯টি। কিন্তু গুরমিতকে হার মানানোর জন্য তা যথেষ্ট ছিল না। তারই মধ্যে নজর কাড়ল লিস্টন ও আশিক কুরুনিয়ানের বোঝাপড়া। তবে আলেদাইনকে বোতলবন্দি করে ম্যাচের নায়ক আশিস রাই। বিরতির আগে নেস্টরের প্লেসিং দুরন্ত দক্ষতায় রুখে বাগানের দুর্গ অক্ষত রাখেন বিশাল কাইথ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জিতিনের পরিবর্তে পার্থিবকে নামিয়ে পাল্টা চাপ তৈরির চেষ্টা করেন নর্থইস্ট কোচ বেনালি। তাতে আংশিক সফলও তাঁরা। তবে নেস্টরের শট থেকে বিপদ ঘটতে দেননি বিশাল। এই পর্বে নিজেদের গুছিয়ে নিতে বেশ বেগ পেতে হল আপুইয়াদের। শেষ পর্যন্ত সবুজ-মেরুন শিবিরকে স্বস্তি দিলেন মনবীর সিং। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে বল ধরে গতি বাড়িয়ে পেনিট্রেটিভ জোনে পৌঁছে কামান দাগলেন তিনি। নর্থইস্ট ডিফেন্ডাররা হয়তো ভেবেছিলেন পাস বাড়াবেন মনবীর। কিন্তু আচমকাই প্রায় ২২ গজ দূর থেকে নেওয়া বাঁ পায়ের পাঞ্চে জাল কাঁপান পাঞ্জাবি উইঙ্গার (১-০)। মিনিট পাঁচেকের মধ্যে ব্যবধান বাড়ালেন লিস্টন (২-০)। এক্ষেত্রে শুধু বদলে গেল প্রান্ত। বাঁ দিক থেকে দীনেশদের বোকা বানিয়ে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে লক্ষ্যভেদ করেন তিনি (২-০)। শেষ পর্বে পার্থিবের জোরালো সাইড ভলি রুখে ক্লিনশিট বজায় রাখেন বিশাল।
মোহন বাগান: বিশাল, আশিক, দীপ্যেন্দু, আলড্রেড, আশিস, আপুইয়া, সাহাল (দীপক), মনবীর, দিমিত্রি (কামিংস), লিস্টন, ম্যাকলারেন (স্টুয়ার্ট)।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা