খেলা

লোকেশ দ্বিতীয় টেস্টেও ওপেন করুক: পূজারা

ক্যানবেরা: সুযোগের দারুণ সদ্ব্যবহার করেছেন লোকেশ রাহুল। পারথ টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর দুর্দান্ত ৭৭ রান প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। যশস্বীর সঙ্গে লোকেশের ওপেনিং পার্টনারশিপই অজি বোলারদের লড়াই থেকে ছিটকে দিয়েছিল। তবে প্রথম ইনিংসে লোকেশের চোয়ালচাপা লড়াই সাহস জুগিয়েছিল শিবিরে। ২৬ রানটা বড় নয়, গতিশীল পিচে হ্যাজলউড-স্টার্কদের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হয়, সেটা দেখিয়েছিলেন সতীর্থদের। একদিকে যখন ক্রমাগত উইকেট পড়ছিল, তখন মাটি কামড়ে পড়েছিলেন তিনি। কিন্তু অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে লোকেশ রাহুল কি ওপেন করার সুযোগ পাবেন? এই প্রশ্ন উঁকি দিচ্ছে কারণ, রোহিত শর্মা ছুটি কাটিয়ে শিবিরে যোগ দিয়েছেন। তিনিই হয়তো ওপেন করেন। দ্বিতীয় টেস্টে যশস্বীর সঙ্গে তাঁকেই হয়তো খেলতে দেখা যাবে। সেক্ষেত্রে লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন পরিবর্তন হতে বাধ্য। তাঁকে ফের ঠেলে দেওয়া হতে পারে মিডল অর্ডারে। কারণ, শুভমান গিল সুস্থ হয়ে উঠছেন। তিনি তিন নম্বরে ব্যাট করেন। তবে চেতেশ্বর পূজারার মতে, ওপেনিং জুটি পরিবর্তন করা উচিত নয়। তিনি জানিয়েছেন, ‘আমি কোচ থাকলে কোনওভাবেই পারথ টেস্টের ব্যাটিং অর্ডার বদলাতাম না। যশস্বীর সঙ্গে লোকশকেই পাঠাতাম। সেক্ষেত্রে রোহিতকে খেলাতাম তিনে। আর গিলকে পাঁচ নম্বরে। ক্যাপ্টেন যদি ওপেন করতে চায়, তাহলে লোকেশকে তিন নম্বরে নামানো যেতে পারে। তার নীচে কোনওভাবেই নয়। কারণ, অস্ট্রেলিয়ার পিচে নতুন বলে লোকেশ খুব ভালো ডিফেন্স করেছে। উইকেট কামড়ে পড়ে থাকতে ও সফল। উল্টোদিক থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছে যশস্বী। এই জুটিই প্রথম টেস্টে ভারতের জয়ের পথ প্রশস্ত করেছিল। অ্যাডিলেডেও ওদের উপর ভরসা রাখা উচিত। আমার মতে, গিলকে বরাবরের জন্য পাঁচ নম্বরে সেট করা হোক। শুরুতে কয়েকটা উইকেট পড়ে গেলে ও খেলাটা ধরতে পারবে। আবার যদি ২৫-৩০ ওভার পর নামতে হয়, তাহলে ও শট খেলতেও পারদর্শী।’
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা