খেলা

কোহলি ফর্মে ফেরায় চিন্তিত বর্ডার

মেলবোর্ন: দীর্ঘ ১৮ মাসের খরা কেটেছে। অবশেষে শতরানের মুখ দেখেছে তাঁর ব্যাট। পারথ টেস্টে স্বমহিমায় ধরা দিয়েছেন বিরাট কোহলি। প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার দুরন্ত জয়ে ভিকের অবদান অনস্বীকার্য। দ্বিতীয় ইনিংসে যশস্বীর মতোই তাঁর ঝোড়ো সেঞ্চুরি ভারতীয় বোলারদের হাতে তুলে দিয়েছিল বড় রানের পুঁজি। ফের শোনা গিয়েছিল বিরাটের সিংহ গর্জন। প্রাক্তন ভারত অধিনায়কের ফর্মে ফেরা অশনি সংকেত হিসেবেই দেখছেন অ্যালান বর্ডার। তিনি তীব্র ভর্ৎসনা করেছেন কামিন্সদের। প্রাক্তন অজি অধিনায়কের মতে, ‘বিরাট অনেকদিন ধরেই সেঞ্চুরির জন্য ছটফট করছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। পারথ টেস্টে বিরাটকে এতটা চাপমুক্ত হয়ে খেলতে দেওয়া ঠিক হয়নি। সিরিজে এখনও বাকি চারটি টেস্ট। তার আগে ওর ফর্মে ফেরা অস্ট্রেলিয়ার পক্ষে ভালো নয়।’
অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনও তুলোধোনা করেছেন ক্যাপ্টেন কামিন্সকে। তিনি বলেছেন, ‘একজন ব্যাটসম্যান যখন ফর্মে থাকে না, তখন তাঁকে শুরুতেই আউট করার চেষ্টা করতে হয়। সেই প্রয়াস কিংবা পরিকল্পনা আমি দেখতে পায়নি। তাছাড়া ভারতের ওপেনিং জুটির বিরুদ্ধে শর্ট বলের স্ট্র্যাটেজি ব্যর্থ। বরং যশস্বী এই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে দিয়েছে। কামিন্স ভুল থেকে শিক্ষা নিলে ভালো। না হলে সিরিজের বাকি ম্যাচগুলিতে আরও সমস্যায় পড়বে।’
বিরাট কোহলি ফর্মে ফেরায় ক্যাঙারু বাহিনীর সিঁদূরে মেঘ দেখা স্বাভাবিক। পরিসংখ্যান বলছেন, ডনের দেশে এই নিয়ে কোহলি সাতটি টেস্ট সেঞ্চুরি হাঁকালেন। টপকে গেলেন শচীন তেন্ডুলকরকে। পরের টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে দিন-রাতের খেলা। এই মাঠে কোহলির রেকর্ড দুর্দান্ত। এখনও পর্যন্ত অ্যাডিলেড ওভালে খেলেছেন চারটি টেস্ট। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। খুব সম্ভবত এটাই বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। তাই পয়মন্ত মাঠে আরও একবার তিনি জ্বলে ওঠার চেষ্টা করবেন।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা