খেলা

আমরা তৈরি, জানালেন আলড্রেড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংবাদিক সম্মেলনে রয় কৃষ্ণার নাম শুনেই ভ্রু কুঁচকে তাকালেন হোসে মোলিনা। স্প্যানিশ হেডস্যার অতীব সুভদ্র। বাকযুদ্ধ বা আগ বাড়িয়ে হুঙ্কার দেওয়ার বান্দা নন। বরং ঠান্ডা মাথায় মোহন বাগান কোচ জানিয়ে গেলেন, ওড়িশার বিরুদ্ধে তাঁর দল তৈরি। কোচের দিকে তাকিয়ে তখন মুচকি হাসছেন টম আলড্রেড। বিশেষজ্ঞদের ধারণা, রবিবার ওড়িশার বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণের অ্যাসিড টেস্ট। ডিয়েগো মরিসিও-রয় কৃষ্ণার বিস্ফোরক জুটি বনাম আলবার্তো, আলড্রেডের মজবুত রক্ষণ। চলতি মরশুমে মোট এক ডজন লক্ষ্যভেদ করেছে লোবেরা ব্রিগেড। তার মধ্যে সাতটি গোল রয় ও মরিসিওর। অন্যদিকে, টানা তিন ম্যাচে ক্লিনশিট বজায় রেখেছে মোলিনার ডিফেন্স। মরশুম শুরুর তাসের ঘর এখন অনেক পোক্ত। ছাঁটাইয়ের আশঙ্কা কাটিয়ে আলড্রেড তারতাজা। চাকরি বাঁচিয়ে ফুরফুরে মেজাজে সপরিবারে দার্জিলিং ঘুরে এসেছেন। কলকাতার রান্নাও তাঁর ফেভারিট। এদিন ডাব চিংড়ির কথায় অজি ডিফেন্ডারের চোখ চকচকে। আত্মবিশ্বাসী গলায় সতীর্থকে প্রশংসায় ভরিয়ে আলড্রেডের মন্তব্য, ‘আমরা প্রস্তুত। আলবার্তোর সঙ্গে কম্বিনেশন দারুণ উপভোগ করছি।’
এদিকে, শুক্রবারও অনুশীলন করেননি গ্রেগ স্টুয়ার্ট। মিরাকল ছাড়া ওড়িশা ম্যাচে তিনি নেই। পরিবর্তে শুরু থেকে খেলবেন পেত্রাতোস। কিন্তু স্টুয়ার্টের মতো বল প্লেয়ার নন তিনি। বরং উইথড্রল স্ট্রাইকারের ভূমিকায় বেশি সফল। প্ল্যান বি হিসাবে সাহাল আব্দুল সামাদকেও তৈরি রাখা হচ্ছে। অন্যদিকে আহমেদ জাহুকে নিয়ে প্রবল অস্বস্তিতে ওড়িশা। সূত্রের খবর, মরক্কান ফুটবলারকে না’ও পেতে পারে তারা। কার্ড সমস্যার পাশাপাশি মাঠে রেফারির দিকে তেড়ে যাওয়ায় শাস্তি বাড়তে পারে জাহুর।
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা