মুম্বই: স্লেজিংয়ের জন্য সতর্কিত হলেন সরফরাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে এই ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের উদ্দেশে ক্রমাগত মন্তব্য করছিলেন ক্লোজ-ইন ফিল্ডার সরফরাজ। একসময় তিতিবিরক্ত মিচেল অভিযোগ জানান আম্পায়ারের কাছে। তারপর আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ডাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। সরফরাজের সঙ্গে তাঁকেও সতর্ক করেন। সেই সময় আম্পায়ারের সঙ্গে রোহিতের কথোপকথনের দৃশ্য সম্প্রচারিত হয় লাইভ কভারেজে। বিরাট কোহলিও এগিয়ে আসেন আলোচনায়। বিতর্ক অবশ্য বেশি দূর গড়ায়নি। মিচেলের সঙ্গে হাসিমুখে হাত মিলিয়ে খেলা শুরুর পথে হাঁটেন রোহিত।
স্কোরবোর্ড: নিউজিল্যান্ড প্রথম ইনিংস- লাথাম বো সুন্দর ২৮, কনওয়ে এলবিডব্লু বো আকাশ ৪, ইয়ং ক রোহিত বো জাদেজা ৭১, রাচীন বো সুন্দর ৫, মিচেল ক রোহিত বো সুন্দর ৮২, ব্লান্ডেল বো জাদেজা ০, ফিলিপস বো জাদেজা ১৭, সোধি এলবিডব্লু বো জাদেজা ৭, হেনরি বো জাদেজা ০, আজাজ এলবিডব্লু বো সুন্দর ৭, ও’রৌরকি অপরাজিত ১, অতিরিক্ত ১৩, মোট (৬৫.৪ ওভারে ২৩৫)। উইকেট পতন: ১-১৫, ২-৫৯, ৩-৭২, ৪-১৫৯, ৫-১৫৯, ৬-১৮৭, ৭-২১০, ৮-২১০, ৯-২২৮, ১০-২৩৫। বোলিং: সিরাজ ৬-০-১৬-০, আকাশ ৫-০-২২-১, অশ্বিন ১৪-০-৪৭-০, সুন্দর ১৮.৪-২-৮১-৪, জাদেজা ২২-১-৬৫-৫।
ভারত প্রথম ইনিংস- যশস্বী বো আজাজ ৩০, রোহিত ক লাথাম বো হেনরি ১৮, গিল ব্যাটিং ৩১, সিরাজ এলবিডব্লু বো আজাজ ০, কোহলি রান আউট ৪, পন্থ ব্যাটিং ১, অতিরিক্ত ২, মোট (১৯ ওভারে) ৮৬-৪। উইকেট পতন: ১-২৫, ২-৭৮, ৩-৭৮, ৪-৮৪। বোলিং: হেনরি ৫-১-১৫-১, ও’রৌরকি ২-১-৫-০, আজাজ ৭-১-৩৩-২, ফিলিপস ৪-০-২৫-০, রাচীন ১-০-৮-০।